Sunday, August 24, 2025

 ৩ কিমি হেঁটে খাবার ডেলিভারি, কাস্টমারের ভিডিওতে বদলালো জীবন!

Date:

Share post:

পেটের দায় বড় দায়। কাজ না করলে পেট চলবে কী করে, জীবন এগোবে কীভাবে? অগত্যা নিজের সবটুকু দিয়েই চাকরি বাঁচিয়ে রাখা। এই বাস্তব গল্পটা হয়তো সবার চেনা। কিন্তু সুইগির ডেলিভারি বয়ের (Swiggy delivery boy) সঙ্গে যেটা ঘটল সেটা কল্পনারও অতীত। অনলাইনে (Online) খাবার সরবরাহকারী অ্যাপ সুইগির (Swiggy) এক কর্মী সাহিল সিং (Sahil Singh)। দিন কয়েক আগেও যাঁকে কেউ চিনতেন না। আজ তিনিই সমাজমাধ্যমের (Social Media) শিরোনামে। বাইক কেনার টাকা নেই তাই ৩ কিলোমিটার পথ হেঁটে এক গ্রাহককে খাবার পৌঁছে দেন তিনি। অভুক্ত যুবক এভাবেই প্রতিটা দিন গুজরান করেন। কিন্তু এদিন যেন কাস্টমারের রূপ নিয়ে ভাগ্যবিধাতা তাঁকে চমক দেওয়ায় অপেক্ষা করছিলেন।

ঠিক কী ঘটেছিল?

প্রিয়দর্শিনী (Priyadarshini) নামে এক তরুণী তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে সাহিলের কথা তুলে ধরেছেন। দিন কয়েক আগে প্রিয়দির্শনীকেই খাবার পৌঁছে দিয়েছিলেন সাহিল। কিন্তু সময়ের থেকে বেশ কিছুটা দেরিতে ডেলিভারি আসায় বিরক্ত তরুণী কমপ্লেন করার কথা ভেবেই নিয়েছিলেন। কিন্তু দরজা খুলে দেখেন বাড়ির চৌকাঠে বিধ্বস্ত অবস্থায় বসে সাহিল। জানতে পারেন ঐ ডেলিভারি বয় ৩ কিমি পথ পায়ে হেঁটে এসেছেন। খাবার পিঠে বেয়ে বেড়ালেও নিজের খাবার কেনার পয়সা নেই। তাই জল খেয়েই কাটাতে হচ্ছে। কথায় কথায় প্রিয়দর্শিনী জানতে পারেন, যুবক জম্মুর (Jammu) বাসিন্দা, স্নাতকের ডিগ্রি আছে তাঁর। ভালো সংস্থায় কাজ করলেও লকডাউনে কাজ চলে যায়। তারপর থেকে এভাবেই চলছে জীবন যুদ্ধ।

এবারের গল্পটা প্রিয়দর্শিনীর। সাহিলের থেকে সবটা জেনে নিয়ে তাঁর বায়োডাটা লিঙ্কডিনে পোস্ট করেন প্রিয়দর্শনী। পাশাপাশি ৫০০/ দিয়ে সাহায্য করেন এবং গোটা বিষয়টি সোশ্যাল মিডিয়ার নজরে আনেন। এতেই ঘুরল সাহিলের ভাগ্যের চাকা। তিনি বলছেন অনেকে তাঁকে সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন। পাশে দাঁড়াতে চেয়েছেন সহৃদয় ব্যক্তিরা। কয়েকদিন আগেই একটি নতুন চাকরি পেয়েছেন যুবক। এরপরই জীবন বদলে যাওয়া আর জীবন বদলে দেওয়ার গল্পের দুই বাস্তব চরিত্রকে কুর্নিশ জানিয়েছে নেটপাড়া।

 

spot_img

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...