Tuesday, November 4, 2025

পঞ্চায়েত নির্বাচনে জোর করে নাক গলাতে গিয়ে হাইকোর্টে মুখ পু.ড়ল কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের

Date:

Share post:

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Right Commissions) পর্যবেক্ষক (Observer) নিয়োগের কোনও প্রয়োজন নেই। পঞ্চায়েত নির্বাচনের আবহে বুধবার এমনই বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। পঞ্চায়েত নির্বাচনে জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিতভাবে পর্যবেক্ষক নিয়োগ করতে চেয়েছিল। কিন্তু রাজ্য নির্বাচন কমিশন তাতে আপত্তি জানায়। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ (Single Bench) জাতীয় মানবাধিকার কমিশনের এই পদক্ষেপ খারিজ করে দিয়েছিল আগেই। এবার ডিভিশন বেঞ্চেও (Division Bench) খারিজ হয়ে গেল সেই আর্জি। তবে হাইকোর্ট চায়, রাজ্য নির্বাচন কমিশনের ওপরেই যাতে ভরসা রাখা হয়। এরপরই নির্বাচন পরিস্থিতি খতিয়ে দেখার জন্য মানবাধিকার কমিশনের কোনও পর্যবেক্ষক প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ প্রথমে জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশ খারিজ করে দিয়েছিলেন। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন। মঙ্গলবার সব পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রাখা হয়েছিল। বুধবার সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখেই জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

তবে বিগত কয়েকদিন দড়ি টানাটানির পর অবশেষে জয় পেল নির্বাচন কমিশনই। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যে পঞ্চায়েত ভোটের অশান্তি নিয়ন্ত্রণের জন্য আস্থা রাখলেন রাজ্য নির্বাচন কমিশনের উপরেই। বুধবার হাইকোর্ট কেন্দ্রীয় মানবাধিকার কমিশনকে স্পষ্ট জানিয়ে দেয়, পঞ্চায়েত ভোটে বাংলায় জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগের কোনও প্রয়োজন নেই। নির্বাচন পর্বে নাকি মানবাধিকার লঙ্ঘন হতে পারে, এমনই আশঙ্কা প্রকাশ করে পর্যবেক্ষক নিয়োগের কথা বলেছিল জাতীয় মানবাধিকার কমিশন। তবে এভাবে যে পর্যবেক্ষক নিয়োগ করা যায় না, তা নিয়েই হাইকোর্টে সওয়াল করে রাজ্য নির্বাচন কমিশন।

 

 

spot_img

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...