Monday, May 12, 2025

বেকারদের জন্য সুযোগ! নিখরচায় আইটিআই প্রশিক্ষণ দেবে রাজ্য, মিলবে ভাতাও

Date:

Share post:

রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম তাপবিদ্যুৎ কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে নিখরচায় আইটিআই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। WBPDCL তার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর কার্যক্রমের অংশ হিসাবে এই কর্মসূচি নিয়েছে। শুক্রবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, প্রথম পর্যায়ে ২১৬ জনকে এই আইটিআই প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণের সময়কালে ভাতাও পাবেন প্রশিক্ষণরতরা। প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণরতরা পাবেন ৬ হাজার টাকা করে ভাতা এবং সঙ্গে যাতায়াত খরচা ১ হাজার টাকা। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে শংসাপত্রও দেওয়া হবে। প্রশিক্ষণের অভিজ্ঞতার এই শংসাপত্র দেখিয়ে ভবিষ্যতে চাকরির আবেদনও করতে পারবেন তাঁরা।

প্রাথমিকভাবে বক্রেশ্বর এবং সাগরদিঘি বিদ্যুত কেন্দ্রের পার্শ্ববর্তী আইটিআই সিউড়ি এবং আইটিআই বহরমপুরকে প্রশিক্ষণের জন্য চিহ্নিত করা হয়েছে। এই পর্যায়ে সহকারী ইলেকট্রিশিয়ান, ফিটার, সহ মোট আটটি কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে। এজন্য আলাদা একটি অনলাইন পোর্টাল খোলা হয়েছে। যার মাধ্যমে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রথম ব্যাচ শুরু হচ্ছে আইটিআই সিউড়িতে। ২১৬ জনের এই প্রশিক্ষণ প্রার্থীদের মধ্যে ১৫৬ জন ফিটার মেকানিক্যাল অ্যাসেম্বলি কোর্স এবং ৬০ জন সহকারী ইলেকট্রিশিয়ান নির্মাণে প্রশিক্ষণ নেবেন। পরের ব্যাচটি অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহে আইটিআই বহরমপুরে শুরু করার সিদ্ধান্ত হয়েছে বলে WBPDCL-এর চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর পিবি সেলিম জানিয়েছেন।

এদিন সল্টলেকে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বিদ্যুৎ উন্নয়ন ভবন থেকে ভার্চুয়ালি জল সঞ্চয়,পরিবেশ বান্ধব প্রকল্প হিসেবে সাগরদিঘী তাপবিদ্যুৎ কেন্দ্রে লেগুনের মাধ্যমে ছাই মিশ্রিত জলের পুনঃ সঞ্চালন এবং পুনরুদ্ধারের ব্যবস্থা প্রকল্পের উদ্বোধন করেন।

আরও পড়ুন- জেলার গোষ্ঠীকো.ন্দল এবার শহরের রাজপথে, রাজভবনের সামনে বি.ক্ষোভ আদি বিজেপি নেত্রীর

spot_img

Related articles

১২টায় ডিজিএমও পর্যায়ের বৈঠক, ভারতের দাবি নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী!

ভারত-পাক ডিজিএমও পর্যায়ের বৈঠকের আগেই তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। হট লাইনে (hot...

তীব্বতে অনুভূত ভূমিকম্প, জরুরি বাহিনী তলব চিনের

ফের একবার কেঁপে উঠল হিমালয় সংলগ্ন এলাকা। গত কয়েকদিন হিমালয়ের দক্ষিণে ভারতের বিভিন্ন এলাকায় তাপমাত্রার প্রবল পরিবর্তন হয়েছে।...

অলচিকি লিপির উদ্ভাবকের প্রতি শ্রদ্ধা, অবদানের স্বীকৃতি মুখ্যমন্ত্রীর

পণ্ডিত রঘুনাথ মুর্মু একজন ভাষাতত্ত্ববিদ, লেখক, নাট্যকার ও সাঁওতালি ভাষায় ব্যবহৃত 'অলচিকি' লিপির (Alchiki script) উদ্ভাবক। তাঁর জন্মদিবসে...

রাজ্যে রক্ষিত বৌদ্ধ ঐতিহ্য, বুদ্ধপূর্ণিমায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

সর্বধর্মকে সমানভাবে স্বীকৃতি দিয়ে সম্প্রীতির পরিবেশ রক্ষা করাই বাংলার ঐতিহ্য। যুগে যুগে যেভাবে বাংলার সম্প্রীতির পরিবেশকে আপন করে...