Sunday, August 24, 2025

সাতসকালে হলদিয়ায় ট্রাকের ধাক্কা পথচারীদের, পিষ্ট হয়ে মৃ*ত্যু ২ জনের, আ*হত ২

Date:

Share post:

সাতসকালে পথদুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হল এক মহিলা সহ দু’জনের। আহত হয়েছেন আরও দু’জন। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে হলদিয়ার গিরিশ মোড় এলাকায়।দুর্ঘটনার পরই মৃতদের দেহ রাস্তায় আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। যে কারণে বেশ কিছু ক্ষণ হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।

আরও পড়ুনঃ তীর্থ সেরে আর ফেরা হল না বাড়ি! বেঙ্গালুরুর পথদুর্ঘ.টনায় মর্মান্তি.ক মৃ.ত্যু ৬ তীর্থযাত্রীর
স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের অভিযোগ,মঙ্গলবার সকাল ৭টা নাগাদ ওই রাস্তা দিয়ে একটি ট্রাক প্রচণ্ড গতিতে ছুটে আসছিল। ট্রাকের চালক গতির কারণে গাড়ি নিয়ন্ত্রণ করতেই পারেননি। পথচারীদের গায়ে উঠে যায় ট্রাকটি। সেই সময় রাস্তায় বেশ কয়েক জন প্রাতঃভ্রমণের জন্য বেরিয়েছিলেন। এক মহিলা এবং এক সাইকেল আরোহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আরও দু’জনকে ধাক্কা মারে ট্রাকটি। গুরুতর জখম অবস্থায় এক মহিলা এবং এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ব্যস্ত মোড় দেখেও ট্রাকের গতি কমাননি চালক। সেই কারণেই এই দুর্ঘটনা। কয়েক জনকে ধাক্কা মারার পরেও ট্রাকটি থামানো হয়নি। ট্রাক নিয়েই চালক পালিয়ে গিয়েছেন। চালকের গ্রেফতারির দাবিতে রাস্তা আটকে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। যার ফলে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুর্গাচক থানার পুলিশ। তারা মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।এ প্রসঙ্গে হলদিয়ার সাব-ডিভিশনার পুলিশ আধিকারিক (এসডিপিও) রাহুল পাণ্ডে বলেন, ‘‘সকালে দুর্ঘটনা ঘটেছে। এক মহিলা এবং এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জেনেছি। বাকি দু’জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটির সন্ধানে থানাগুলিতে খবর দেওয়া হয়েছে। মৃতদের পরিজনদের খবর পাঠানোর চেষ্টা চলছে।’’

 

spot_img

Related articles

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...