আশঙ্কাই সত্যি হল। বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচেও খেলতে পারবেন না শুভমন গিল। ১১ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচ খেলতে দলের সঙ্গে দিল্লিতে জাননি শুভমন। এদিন এমনটাই জানান বিসিসিআই সচিব জয় শাহ। ভারতের প্রথম ম্যাচে নামার আগেই ডেঙ্গিতে আক্রান্ত হন শুভমন। গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ছিলেন না তিনি। শুভমনের জায়গায় রোহিত শর্মার সঙ্গে ওপেন করেন ঈশান কিষাণ। যদিও ব্যাট হাতে ব্যর্থ হন তিনি। আর এবার আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন না শুভমন।

এদিন শুভমনের শারীরিক অবস্থার কথা জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বলেন, “সোমবার দলের সঙ্গে দিল্লি যায়নি শুভমন। বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেনি শুভমন। বুধবার আফগানিস্তানের বিরুদ্ধেও শুভমন খেলতে পারবে না। ও চেন্নাইয়েই রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল দল ওর উপর নজর রেখেছে।”

বিশ্বকাপের আগেই ডেঙ্গিতে আক্রান্ত হন শুভমন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। প্রথম ম্যাচে গিলের পরিবর্তে খেলা ঈশান কিষাণ ব্যাট হাতে নজর কাড়তে পারেননি। শূন্য রানে প্রথম ওভারেই মিচেল স্টার্কের বলে আউট হন তরুণ উইকেটকিপার-ব্যাটার। দ্বিতীয় ম্যাচেও শুভমন না থাকার ফলে চিন্তায় টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন:ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করছিল অশ্বিনের, কিন্তু কেন?
