Wednesday, November 12, 2025

মিড ডে মিলে সি.বিআই, দলনেত্রীর বিরুদ্ধে এফ.আইআর! শুভেন্দুকে মো.ক্ষম জবাব তৃণমূলের

Date:

Share post:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভিত্তিহীন অভিযোগের পর রাজ্যে মিড ডে মিল প্রকল্প নিয়ে সিবিআই তদন্ত চেয়ে এজেন্সিকে কাছে চিঠি দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। এরপরই ফের দলবদলু শুভেন্দুকে ধুয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। শনিবার কুণাল বলেন, শুভেন্দুকে সবাই দেখেছেন নারদার টাকা নিতে। সিবিআইয়ের এফআইআরে নাম আছে শুভেন্দুর। সে নাকি আবার সিবিআই তদন্ত চাইছে! আগে শুভেন্দুকে গ্রেফতার করে জেরা করা হোক। তৃণমূল মুখপাত্রের কথায়, “উন্নয়ন নিয়ে ওনাদের কোনও বক্তব্য নেই। উন্নয়ন কী, সেটাই জানে না। সারাক্ষণ ভিত্তীহীন অভিযোগ করাই ওনাদের কাজ। তদন্ত চাইলেই হল না। এই রাজ্যে যথাযথ কাজ হচ্ছে। তাই এইসব করছে। আসলে ভাত দেওয়ার নাম নেই, কিল মারার গোঁসাই। কেন্দ্র বাংলার প্রাপ্য বকেয়া দিচ্ছে না। কিন্তু বাংলার থেকে টাকা নিয়ে যাচ্ছে। মিড ডে মিলে সমস্যা করছে। প্রথমে কুৎসা, তারপর এই সব করছে। বিজেপির ধ্বংসাত্মক রাজনীতি এটা। সুভাষ সরকার বিরুদ্ধে তার দলের লোকেদের গুরুতর অভিযোগ, উনি এক্স এমপির লেটার হেড ছাপান।”

অন্যদিকে, পুরনো মামলায় গ্রেফতারি মন্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ই-মেল মারফত হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করেছে বিরোধী দলনেতা অধিকারী। তারই পাল্টা দিয়ে দলবদলু শুভেন্দুকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে কটাক্ষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের। শুভেন্দুকে তোপ দেগে তিনি বলেন, “ওই শুভেন্দু অধিকারী একটা মানসিক ভারসাম্যহীন। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সঠিক বলেছেন। বাংলার মানুষ ওদের ভোট দেয়নি। তাই রাজনৈতিক প্রতিহিংসা থেকে ওরা ইডি, সিবিআই দিয়ে হেনস্থা করছে। এর কড়া সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি আসলে বোঝাতে চেয়েছেন, বদলার রাজনীতি সৌজন্যের খাতিরে করেননি।
বিজেপির হেনস্তার পর তিনি বলেছেন পুরনো মামলার ভিত্তিতে এবার গ্রেফতার করাব। শুভেন্দু এটা শুনেই ভয় পেয়ে যাচ্ছে। সারদার পর কাঁথিতেও একের পর এক দুর্নীতিতে ওর নাম জড়িয়েছে। তাই ভয় পেয়ে সস্তার নাটক করছে। ওর তো প্যানিক রিআকশান, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি।”

 

spot_img

Related articles

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...