কুস্তি সংস্থার বিরুদ্ধে প্রতিবাদ চলছে। সেই প্রতিবাদ আরও কঠোর হচ্ছে। গতকালই পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন কুস্তিগির বজরং পুনিয়া। আর আজ পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা বললেন দেশের আরও এক কুস্তিগির বীরেন্দ্র সিং যাদব ।

মুক ও বধির কুস্তিগির বীরেন্দ্র পদ্মশ্রী সম্মানে ভূষিত। বধির কুস্তিতে বিশ্বমঞ্চে বহু খেতাব জিতেছেন বীরেন্দ্র। এবার প্রতিবাদে তিনিও সরব হলেন। এই নিয়ে সংবাদমাধ্যমে বীরেন্দ্র বলেন,” দেশের মা-বোনেদের সম্মান রক্ষার জন্য পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিতে।

উল্লেখ, গতকালই পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা জানান বজরং পুনিয়া। সেই মত আজ সম্মান ফেরাতে নিজেই রওনা হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়ির দিকে। কিন্তু প্রধানমন্ত্রী ব্যস্ত থাকায় তাঁর বাড়ির রাস্তাতেই পদ্মশ্রী ফেলে রেখে আসেন বজরং। জানান, এই পদক আর বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন না তিনি।

এই নিয়ে বজরং সাংবাদিকদের বলেন, “আগেই বলেছিলাম, আমি আমার মেয়ে এবং বোনেদের বাঁচানোর জন্য লড়াই করছি। ওদের ন্যায়বিচার এখনও দিতে পারিনি। তাই আমার মনে হয় আর এই সম্মানের যোগ্য আমি নই। এখানে এসেছি নিজের পুরস্কার ফিরিয়ে দিতে। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারিনি কারণ আগে থেকে কিছু জানিয়ে আসিনি। প্রধানমন্ত্রীর ব্যস্ত সূচি রয়েছে। তাই প্রধানমন্ত্রীকে যে চিঠি লিখেছি, তার উপরেই পুরস্কারটা রেখে দিচ্ছি। এই পদক আর বাড়ি নিয়ে যেতে চাই না।”

বৃহস্পতিবার কুস্তি ছেড়ে দেওয়ার কথা বলেন সাক্ষী মালিক। কুস্তি ফেডারেশনের সভাপতি হিসাবে সঞ্জয় সিং নির্বাচিত হওয়ার পর একে একে বিদ্রোহ করছেন দেশের নামী কুস্তিগিরেরা। বজরংদের অভিযোগ প্রাক্তন কুস্তি ফেডারেশন কর্তা ব্রিজভূষণ শরণ সিং-এর ঘনিষ্ঠ সঞ্জয় সিং। তিনি এখন কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। আর সেই পর থেকেই বিদ্রোহী কুস্তিগিরদের একাংশ।

আরও পড়ুন:নেই চোট, তবে কেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ালেন ঈশান?