Wednesday, August 27, 2025

লোকসভা ভোট নিয়ে ‘গেরুয়া তৎপরতা’ তুঙ্গে! রাজ্য সফরের দিনক্ষণ ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের

Date:

Share post:

নতুন বছর শুরু হতেই লোকসভা নির্বাচন (Loksabha Election) দ্রুত করতে চেয়ে তোড়জোড় শুরু মোদি সরকারের (Modi Govt)। যেভাবেই হোক নতুন বছরের শুরুতেই নির্বাচন সেরে নিতে বদ্ধপরিকর বিজেপি (BJP)। আর কেন্দ্রের দেখানো পথেই এবার পা ফেলল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী সপ্তাহ থেকেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ (Full Bench) রাজ্যসফর (State Visits) শুরু করছেন বলে খবর। দেশের ১৮তম লোকসভা নির্বাচন ঘোষণার এখনও হিসাব মতো মাস দু’য়েক বাকি। তবে আগেভাগেই নির্বাচনের চূড়ান্ত পর্বের প্রস্তুতি শুরু কমিশনের।

শুক্রবার কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ থেকে শুরু হবে কমিশনের রাজ্যসফর। আগামী ৭ থেকে ১০ জানুয়ারি দক্ষিণ ভারতের ওই দুই রাজ্যে ঘুরে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখবেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং দুই নির্বাচন কমিশনার অনুপচন্দ্র পাণ্ডে এবং অরুণ গোয়েল। এরপর তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ সরকারের পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলে ভোটের প্রস্তুতির খতিয়ান নেবে কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার এবং দুই নির্বাচন কমিশনার বৈঠক করতে পারেন সংশ্লিষ্ট দুই রাজ্যের জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারদের সঙ্গেও। পাশাপাশি, বিভিন্ন স্বীকৃত জাতীয় ও রাজ্য স্তরের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে কমিশনের তিন শীর্ষ আধিকারিক আলোচনা করতে পারেন বলে সূত্রের খবর।

তবে লোকসভা নির্বাচন যে এগিয়ে আনতে পারে বিজেপি, আগেই আশঙ্কাপ্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জল্পনাই সত্যি হল। রামমন্দির নিয়ে গেরুয়া ট্রাম্পকার্ড খেলার পাশাপাশি লোকসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন। যদিও কমিশনের সাফাই এই সফর নিতান্তই রুটিন সফর। এর সঙ্গে ভোট এগিয়ে আনার কোনও সম্পর্ক নেই। কিন্তু বিরোধীরা এসব দাবি মানতে একেবারেই নারাজ। তাঁদের অভিযোগ, কেন্দ্রে মোদি সরকারের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ১৬ মে। তার আগেই নির্বাচন প্রক্রিয়া শেষ করতে সব চেষ্টাই করছে বিজেপি। সব ঠিক থাকলে এপ্রিল থেকে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।

 

 

 

 

spot_img

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...