২২ জানুয়ারি রাজ্যে সম্প্রীতির বার্তা দিতে হাজরা থেকে পার্কসার্কাস ‘সংহতি ব়্যালি’ করবেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে জেলায় জেলায় হবে সম্প্রীতি মিছিল। মঙ্গলবার, এই ঘোষণা করে তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। স্পষ্ট জানান, এটা কিছুর পাল্টা নয়। বাংলায় সম্প্রীতির বার্তা দিতেই এই কর্মসূচি। ২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী। তার আগের দিন এই মিছিল হবে।

একনজরে ২২ তারিখের কর্মসূচি

• প্রথমে কালীঘাট মন্দিরে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়
• দুপুর ৩টে নাগাদ হাজরা পার্কে জমায়েত, সেখান থেকে ব়্যালি শুরু
• ‘সংহতি ব়্যালি’তে থাকবেন সব ধর্মের প্রতিনিধিরা
• বালিগঞ্জের গড়চা রোডের কাছে গুরুদ্বারে প্রার্থনা করবেন
• সেখান থেকে মিছিল যাবে পার্কসার্কাসে
• লেডি ব্র্যাবোর্ন কলেজের কাছে ক্যাথলিক গির্জায় প্রার্থনা করবেন
• সেখান থেকে পার্কসার্কাস মোড়ে মসজিদে যাবেন সেখানেই সভা করবেন
• মঞ্চে থাকবেন না কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব
• সভা মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়

ওইদিন সকালে কলকাতার সব মন্দিরে পুজো পাঠিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল তিনটে থেকে সব জেলায়, সব ব্লকে সংহতি মিছিল হবে।

মঙ্গলবার, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, এটা কোনও প্রতিবাদ কর্মসূচি নয়। তাঁর কথায়, ‘‘আমি সাধুসন্তদের সম্মান করি। তাঁরা কী বলছেন আমি শুনছি।’’ তৃণমূল সভানেত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আর সেই কারণেই সবাইকে নিয়ে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে মিছিল করবেন মমতা।