Friday, August 22, 2025

কলকাতা-সহ রাজ্য পুলিশে বড়সড় রদবদল! বদলি ৩৪৫ আধিকারিকের, নয়া আইসি পেল কাঁথি-নন্দীগ্রাম

Date:

Share post:

রাজ্য পুলিশে (State Police) বড়সড় রদবদল। বিভিন্ন পুলিশ জেলা মিলিয়ে রাজ্য পুলিশের ২৮৫ জনের বদলি (Transfer) হয়েছে। কলকাতা পুলিশেও (Kolkata Police) একাধিক থানায় ওসি বদল করা হয়েছে। পাশাপাশি কলকাতা পুলিশেও ৬০ আধিকারিককে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। একাধিক পুলিশ জেলার বিভিন্ন থানার আইসি ও সিআই বদল করা হয়েছে। ২৬ জানুয়ারি রাজ্য পুলিশের তরফে এগারো পাতার বদলির তালিকা প্রকাশ করা হয়। সেখান থেকেই মিলেছে এমন তথ্য। পুলিশ সূত্রে জানানো হয়েছে পুরোটাই রুটিন বদলি।

কলকাতা পুলিশ সূত্রে খবর, উত্তর থেকে দক্ষিণ শহরের একাধিক থানার অফিসার ইনচার্জ, অ্যাডিশনাল অফিসার ইনচার্জকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের অধীনে থাকা জোড়াসাঁকো, কড়েয়া, গার্ডেনরিচ, এন্টালি, ট্যাংরা, চিৎপুর সহ একাধিক থানার অফিসারদের রদবদল করা হয়েছে। এছাড়া ১৫ জানুয়ারি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ১৯৫ অফিসারকে বদলির নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এবার বদলির তালিকায় রয়েছে নন্দীগ্রাম থানাও। সেখানে আইসিকে বদল করা হয়েছে। নন্দীগ্রাম থানার নতুন আইসি অনুপম মণ্ডল। তিনি এতদিন ভাটপাড়া থানার আইসি ছিলেন। সম্প্রতি নন্দীগ্রাম থানার আইসি তুহিন বিশ্বাস পদোন্নতি পেয়ে ডিএসপি হন। এবার সেখানে এলেন অনুপম মণ্ডল। অন্যদিকে, কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাসকে বদলি করা হয়েছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। জগদ্দলের আইসি প্রদীপ কুমার দাসকে আনা হচ্ছে কাঁথি থানায়।

এছাড়া বদল হচ্ছে বাঁকুড়া থানাতেও। বাঁকুড়ার বারিকুল থেকে এগরার আইসি হয়ে আসছেন অরুণ কুমার খান। এগরা থানার বর্তমান আইসি স্বপন গোস্বামীকে জেলা ডিআইবিতে পাঠানো হয়েছে। এছাড়াও আরও একগুচ্ছ বদল করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। কয়েকদিন আগেই কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশে বড় রদবদল হয়েছিল। কলকাতা পুলিশের একসঙ্গে ৫৫ জন ইন্সপেক্টর পদে এবং ৪৫টি থানার ওসি পদে রদবদল করা হয়। এছাড়া গত বছরের নভেম্বর মাসেও কলকাতা পুলিশে বড় রদবদল করা হয়েছিল।

 

 

 

 

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...