Thursday, December 18, 2025

জলজীবন মিশনের বরাদ্দ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রবল ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

জলজীবন মিশন প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্নে (Nabanna) তিনি জানিয়েছেন, প্রকল্পের জন্য জমি কেনা-সহ অন্যান্য খাতে কেন্দ্রের থেকে প্রায় ২৫ শতাংশ টাকা খরচ করতে হয় রাজ্যকে। অথচ প্রচার হচ্ছে প্রধানমন্ত্রীর নামে। পাশাপাশি, এই প্রকল্পের কাজে আরও গতি আনতে মুখ্যসচিবকে তিনি দায়িত্ব দিয়েছেন।

জলজীবন মিশন প্রকল্পে বাস্তবায়নে জমি নির্বাচন থেকে পরবর্তীকালে সংস্কার পুরোটাই করতে হয় রাজ্যকে। কেন্দ্রের সমপরিমাণ অর্থ দিতে হয় রাজ্য সরকারকেও। এই নিয়ে আগেও একাধিকবার প্রকাশ্যে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে মুখ্যমন্ত্রী। এদিন মন্ত্রিসভার বৈঠকেও সেই ইস্যুতে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। গত শুক্রবার বাংলার জন্য কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক ৯৫১ কোটি ৫৭ লক্ষ টাকা বরাদ্দ করেছে। এই প্রকল্পে কেন্দ্র-রাজ্য সমান সমান অংশীদার। ফলে রাজ্যকেও এই প্রকল্প খাতে ৯৫১ কোটি ৫৭ লক্ষ টাকা খরচ করতে হবে। ১৫ দিনের মধ্যে সেই টাকা এসক্রো অ্যাকাউন্টে জমা করতে হবে বলে চিঠিতে জানিয়েছে কেন্দ্র। এই নিয়েই প্রবল উষ্মা প্রকাশ করেন মমতা। তাঁর অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের এই প্রকল্পে অর্থ বরাদ্দ স্রেফ বাংলার বকেয়া ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা। ধর্না মঞ্চ থেকেও বিষয়টি ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

এদিন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মোট ১১০০-রও বেশি নতুন পদ সৃষ্টি করা হবে। যার মধ্যে যুগ্ম নার্সিং সুপারিনটেনডেন্ট পদে ৩২৪টি, জেলার জনস্বাস্থ্য নার্সিং অফিসার পদে ২৪টি, স্টাফ নার্স ৪০৫টি, গ্রেড-২ তে সিনিয়র পাবলিক হেলথ নার্স ৩৫৮টি অতিরিক্ত পদ সৃষ্টি করা হবে।

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...