Thursday, January 1, 2026

অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণ করে পুড়িয়ে দেওয়ার চেষ্টা মধ্যপ্রদেশে!

Date:

Share post:

শরীরের ৮০ শতাংশই পুড়ে গিয়েছে! কোনওমতে অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করতে গিয়ে মধ্যপ্রদেশ পুলিশ আরও যে খবর পেল তাতে শিরদাঁড়ায় ঠাণ্ডা স্রোত বয়ে যাবে। অর্ধেকের বেশি দগ্ধ ওই মহিলা গণধর্ষণের শিকার। আপাতত মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরের নিকটবর্তী অম্বা শহরের চাঁদকাপুরা এলাকার বাসিন্দা ওই মহিলা জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছেন গোয়ালিয়র হাসপাতালে। সম্প্রতি বিজেপি শাসিত মধ্যপ্রদেশে একাধিক নারীনিগ্রহের ঘটনার উদাহরণ উঠে এসেছে। সেই পরিস্থিতিতে অন্তঃসত্ত্বা মহিলার ওপর এই নির্যাতনের ঘটনা রাজ্যে নারীর নিরাপত্তার বিষয়টাকে আরও স্পষ্ট করে দিচ্ছে।

শুক্রবার মধ্যপ্রদেশের চাঁদকাপুরার বাসিন্দা ওই মহিলা স্থানীয় এক মহিলার বাড়িতে যান। সেখানেই তিন ব্যক্তি তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ। প্রমাণ লোপাটের জন্য সেখানেই তাঁর গায়ে জ্বালানি তেল ঢেলে দেয় তিন অভিযুক্ত ও ওই মহিলা। তারপর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। কোনওক্রমে নিজের শরীরের আগুন নেভান অন্তঃসত্ত্বা ওই মহিলা। ততক্ষণে তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।

প্রশাসনিক আধিকারিক সূত্রে জানা গিয়েছে আক্রান্ত মহিলার স্বামীর বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা রুজু হয় অম্বা থানায়। সেই মামলার বর্তমানে জামিনে মুক্ত মহিলার স্বামী। সেই ঘটনার মীমাংসা করতে আক্রান্ত মহিলা অভিযোগকারী মহিলার কাছে চাঁদকাপুরায় যান শুক্রবার। সেখানেই শেষ পর্যন্ত এই পরিণতি হয় তাঁর।

ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। পুলিশের ওপর হয়তো ডবল ইঞ্জিন সরকারের প্রশাসনও ভরসা রাখতে পারেনি মধ্যপ্রদেশে। তদন্তকারী আধিকারিকদের গোপণ জবানবন্দিতে মহিলা গোটা ঘটনা বর্ণনা করেন। সেই সঙ্গে মহিলার স্বামী তদন্তকারীদের একটি ভিডিও জমা দিয়েছেন। তবে পুলিশ কোনও জবানবন্দি সংগ্রহ করতে পারেনি।

spot_img

Related articles

মায়ের মৃত্যুতে রাজনীতির নতুন পর্বে তারিক! দক্ষিণ এশিয়াকে ধন্যবাদ

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দেওয়া যে নেহাৎ সৌজন্যের খাতিরে ছিল না, প্রমাণ করে দিলেন...

বর্ষবরণের রাতে ভয়াবহ দুর্ঘটনা সুইজারল্যান্ডে! এড়ানো গেল না মৃত্যুও

নিউ ইয়ার উদযাপন করতে গিয়েই দুর্ঘটনা! ১ জানুয়ারি রাতে সুইজারল্যান্ডের বিখ্যাত পর্যটনস্থল ক্রানস মন্টানার একটি রেস্তরাঁয় আগুন লাগে।...

বারুইপুরে অভিষেকের সভামঞ্চে চমক! বিগ্রেডের আদলে হচ্ছে র‍্যাম্প

নতুন বছরের দ্বিতীয় দিনেই বারুইপুরে (Baruipur) জনসভা করবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর...

মুস্তাফিজুরকে দলে নিয়ে বেইমান শাহরুখ! বাদশাকে খুনের হুমকি বিজেপি নেতার

বিজেপি নেতার হুমকির মুখে শাহরুখ খান(Shah Rukh Khan )।  আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে নাইটরা। ...