২৫ মার্চ অর্থাৎ সোমবার একদিকে বাংলায় যেমন দোল (Dol Yatra) অন্যদিকে দেশজুড়ে পালিত হচ্ছে হোলি উৎসব (Holi) ৷ সকাল থেকেই রঙের খেলায় মেতে উঠেছেন ছোট থেকে বড়রা ৷ এদিন রাজ্য তথা গোটা দেশবাসীকে রঙিন হোলির শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ দোলের দিন সকালেই গোটা দেশবাসীর উদ্দেশ্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন অভিষেক।

নিজের সোশ্যাল মিডিয়ায় দোলের শুভেচ্ছা বার্তা জানিয়ে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক লেখেন- দোলযাত্রা সবসময প্রিয়জনদের সাথে মূল্যবান সীমাহীন উত্তেজনার মুহূর্ত। রং জীবনকে আরও প্রাণবন্ত করে। এই দোলপূর্ণিমা আপনার জন্য প্রচুর হাসি, ভালবাসা এবং অনেক মধুর স্মৃতি বয়ে নিয়ে আসুক। দায়িত্বের সঙ্গে দোল পালন করুন। পাশাপাশি এদিন রঙিন হোলির শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্থতাও কামনা করেছেন অভিষেক৷

Growing up, Dol Yatra was always a time of boundless excitement & treasured moments with loved ones. It beautifully celebrates the vibrancy of life through the splendor of colours.
May this #DolPurnima bring you abundant laughter,love and cherished memories.
Enjoy Responsibly!
— Abhishek Banerjee (@abhishekaitc) March 25, 2024