Sunday, December 21, 2025

“প্রয়োজনে আমি মনোনয়ন জমা দেব”, মহুয়াকে সাহস দিলেন ‘শেরনি’ মা

Date:

Share post:

বিজেপি সরকারের প্রতিশোধমূলক রাজনীতির শিকার দেশের প্রায় সব বিরোধী রাজনৈতিক দল। সংসদে তৃণমূলের প্রতিবাদী মুখ মহুয়া মৈত্রকে নির্বাচনের আগেই গ্রেফতারির সিঁদুরে মেঘও দেখা যাচ্ছে। সেই সময়ই মেয়ের হয়ে মঞ্চে মা মঞ্জু মৈত্র। নির্বাচনের আগে মহুয়া গ্রেফতার হলে মেয়ের হয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান। মায়ের সেই আশ্বাস প্রচারের মাঝে মহুয়াকে এতটাই মানসিক শক্তি দিয়েছে যে তিনি মেসেজের সেই স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

বাংলায় নির্বাচনের আগে একের পর এক নেতা মন্ত্রীদের তলব করছে কেন্দ্রীয় এজেন্সি। নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পরে মহুয়া মৈত্রর বাড়িতে একাধিকবার তল্লাশি চলেছে। কোনও তথ্য না পেলেও তাঁর নামে আর্থিক তছরুপের মামলা দায়ের করেছে ইডি। বিষয়টা এমন জায়গায় দাঁড়িয়েছে যেন সকালে ঘুম ভাঙবেই কেন্দ্রের তোপের মুখে। গ্রেফতারির আশঙ্কার বিষয়টি মহুয়ার পরিবারেও এতটাই প্রভাব ফেলেছে যে মেয়ে মহুয়াকে মঞ্জু মৈত্র ম্যাসেজে লিখেছেন, “আমার নামে একটা পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি রেখো। যদি কখনও ওরা তোমায় তুলে নেয় আমি মনোনয়ন জমা দেব।”

রাজ্যের নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থীর হয়ে প্রথম প্রচার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন কৃষ্ণনগর থেকে। আর এই প্রচারের পরেই যেন তাঁর উপর মানসিক চাপের পরিমাণ বাড়িয়েছে কেন্দ্রীয় এজেন্সি। কিন্তু মায়ের সমর্থন পাওয়ার পরে মহুয়ার দাবি, এটাই হল সিবিআই-ইডি-র প্রতিদিনের ‘ভালোবাসার উৎসবের’ জন্য তাঁর মায়ের উত্তর। এমনকি মায়ের এই সাহসিকতার জন্য নিজের মাকেই পোস্টে ‘শেরনি’ বলে উল্লেখ করেছেন তিনি।

spot_img

Related articles

অপেক্ষার অবসান, মরশুমের প্রথম তুষারপাত ভূস্বর্গে 

অপেক্ষার অবসান, মরশুমের প্রথম তুষারপাত ভূস্বর্গে   হাড় কাঁপানো শীত আর অবিরাম তুষারপাতে শনিবার রাত থেকে বরফের চাদরে ঢাকলো পুরো...

পুলিশের চাকরির পরীক্ষা দিতে গিয়ে জলপাইগুড়িতে ট্রাকের ধাক্কায় মৃত্যু যুবতীর 

ঘন কুয়াশার দাপটে রবিবাসরীয় সকালে পথ দুর্ঘটনা। জলপাইগুড়িতে দশ চাকার ট্রাকের ধাক্কায় (accident in Jalpaiguri) মৃত্যু হলেও ঘুঘু...

একলাফে নামল পারদ, আজ কলকাতায় মরশুমের শীতলতম দিন! 

উষ্ণতার গ্রাম সামান্য উর্ধ্বমুখী হতেই শীতের আমেজ থেকে বঞ্চিত হতে হয়েছিল দক্ষিণবঙ্গবাসীকে। শনিবারের ঘন কুয়াশার মাঝেই প্রায় ১৭...

রবিবাসরীয় ম্যারাথনে দুপুর পর্যন্ত একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ কলকাতা পুলিশের

ছুটির সকালে কলকাতার একাধিক রাস্তায় গাড়ি চলাচল নিষিদ্ধ। রবিবার ভোর থেকে দুপুরে একটা পর্যন্ত ম্যারাথনের কারণে একাধিক গুরুত্বপূর্ণ...