Saturday, January 10, 2026

স্বামীর থেকে দূরে চলে যাওয়া ‘নিষ্ঠুরতা’, বিবাহ-বিচ্ছেদের অনুমতি আদালতের!

Date:

Share post:

দাম্পত্যের বয়স ৩ দশক পেরিয়েছে। কিন্তু আজও ঘনঘন শ্বশুরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যান স্ত্রী। এটা কি নিষ্ঠুরতা নয়? এই অভিযোগ নিয়েই দিল্লি আদালতে (Delhi Highcourt) বিবাহ বিচ্ছেদের মামলা করেন এক প্রৌঢ়। রায় বেরোতেই দেখা গেল ডিভোর্সের অনুমতি দিয়েছেন বিচারপতিদ্বয়। কিন্তু কেন? দিল্লি আদালতের বিচারপতি সুরেশকুমার কাইত (Suresh Kumar Kait) এবং বিচারপতি নীনা বনসল কৃষ্ণার (Nina Bansal Krishna) ডিভিশন বেঞ্চের যুক্তি, ঘন ঘন স্বামীর বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়া ঠিক নয়। এটা আসলে একপ্রকার ‘ নিষ্ঠুরতা’ । তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্যে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভাল করার চেষ্টাও করেননি ওই মহিলা। তাই বিবাহ-বিচ্ছেদে সম্মতি দেওয়া হয়েছে।

১৯৯২ সালে বিয়ে হয় দম্পতির। তারপর থেকে কোনও কারণ ছাড়াই বারবার বাপের বাড়ি চলে যাওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। ২৫ বছর এভাবে কাটার পর ২০১৭ সালের মামলা করে বসেন স্বামী। তাঁর যুক্তি ছিল এমন নিষ্ঠুরতা আর নেওয়া যায় না। তাই আলাদা থাকাই শ্রেয়। হলফনামায় তিনি জানান, তাঁর স্ত্রী অস্থিরপ্রকৃতির। অন্তত ছবার কোনও কারণ ছাড়াই তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন। এমনকী মাঝে মাঝে নিজেকে বিধবা বলেও দাবি করেন। ওই মহিলার তরফে বলা হয়েছে শ্বশুরবাড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাড়ির বাইরে থাকার সিদ্ধান্ত নিতে বাধ্য হতেন তিনি। আদালত দুই পক্ষের মতামত, যুক্তি এবং ব্যাখ্যা শোনার পর পর্যবেক্ষণে জানায়, স্বামী-স্ত্রীর দাম্পত্য সম্পর্কে একে অন্যের সঙ্গে বোঝাপড়া হওয়া দরকার। কিন্তু ওই মহিলা সেরকম কোনও চেষ্টাই করেননি। তাই বিবাহ-বিচ্ছেদ নিয়ে কোনও বাধা থাকতে পারে না।

spot_img

Related articles

চম্পাহাটিতে বৈধ বাজি কারখানায় বিস্ফোরণ: তুবড়ি বানাতে গিয়ে আহত ৪

ফের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা চম্পাহাটিতে। সরকারি লাইসেন্সধারী কারখানায় বাজির মশলায় সমস্যার জেরে বিস্ফোরণ বলে স্থানীয় বাসিন্দাদের দাবি।...

সুপ্রিম কোর্টে যেতে পারে ইডি: আগেই ক্য়াভিয়েট দাখিল রাজ্যের

আদালতের নির্দেশ না-পসন্দ। তাই কলকাতা হাই কোর্ট ছেড়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই পরিস্থিতিতে...

বন্ধ হিন্দমোটর কারখানার পরিত্যক্ত আবাসনে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

হুগলির উত্তরপাড়ায় বন্ধ কারখানায় ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরী তার বন্ধুর সঙ্গে বন্ধ...

সামান্য কমল পারদ, রাজ্যে জারি শীতের স্পেল!

শনিবার সকালে ভরপুর শীতের (Winter) আমেজ। হাওয়া অফিস (Weather Department) বলছে শুক্রবার কলকাতার তাপমাত্রা বাড়লেও এদিন ফের নিম্নমুখী...