ভূপতিনগরে NIA-র গাড়ি ভাঙচুর: রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

গাড়ি আটকে বিক্ষোভ দেখানোর পাশাপাশি গাড়ির কাঁচ ভেঙে দেওয়ারও অভিযোগ ওঠে। এই ঘটনায় জেলা নির্বাচন আধিকারিকের থেকে রিপোর্ট চেয়ে পাঠায় কমিশন

পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাড়ি ভাঙচুরের ঘটনায় সক্রিয় নির্বাচন কমিশন। একসঙ্গে একাধিক রিপোর্ট চেয়ে পাঠানো হল কমিশনের তরফে। ইতিমধ্যেই ভূপতিনগর থানায় এই ঘটনার লিখিত অভিযোগ জানানো হয়েছে। থানার তরফ থেকে তদন্তও শুরু হয়েছে। অন্যদিকে বিরোধী দলনেতা ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন।

ভূপতিনগরের দুবছরের পুরোনো বিস্ফোরণের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের মুখে পড়ে এনআইএ আধিকারিকরা। গাড়ি আটকে বিক্ষোভ দেখানোর পাশাপাশি গাড়ির কাঁচ ভেঙে দেওয়ারও অভিযোগ ওঠে। এই ঘটনায় জেলা নির্বাচন আধিকারিকের থেকে রিপোর্ট চেয়ে পাঠায় কমিশন। পাশাপাশি জেলা পুলিশ সুপার থেকে নবান্নর রিপোর্টও তলব করা হয়। রাজ্য পুলিশের ডিজির কাছেও রিপোর্ট চেয়ে পাঠানো হয়। নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কেন্দ্রীয় এজেন্সির ওপর আক্রমণের অভিযোগ ওঠায় উদ্বেগ প্রকাশ করে কমিশন।

Previous articleস্বামীর থেকে দূরে চলে যাওয়া ‘নিষ্ঠুরতা’, বিবাহ-বিচ্ছেদের অনুমতি আদালতের!
Next articleফের কাঠগড়ায় কলকাতার কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, এবার অভিযোগ পাঞ্জাবের ক্রিকেটারের