‘ওরা ঘর নোংরা করে, ওদের সঙ্গে এক ঘরে থাকা যায় না’। এক অনুষ্ঠানে এসে দুই সতীর্থ শিখর ধাওয়ান এবং ঋষভ পন্থকে নিয়ে এমনটাই বললেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সম্প্রতি কৌতুকশিল্পী কপিল শর্মার অনুষ্ঠানে এসেছিলেন ভারতীয় দলের দুই ক্রিকেটার রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়র। সেখানেই এমনটা জানান রোহিত। যদিও পুরোটা মজার ছলে।

কপিল শর্মার অনুষ্ঠানে এসেছিলেন রোহিত এবং শ্রেয়স। সেখানে নানা প্রশ্ন করা হয় কলকাতা নাইট রাইডার্স এবং ভারতীয় দলের অধিনায়ককে। রোহিতকে কপিল শর্মা জিজ্ঞেস করেন, কোন সতীর্থদের সঙ্গে এক ঘরে থাকতে চান না তিনি? উত্তরে রোহিত বলেছেন, ‘‘এখন সবাই আলাদা ঘর পায়। এক ঘরে থাকতে হয় না আমাদের। তা-ও যদি কখনও ভাগাভাগি করে থাকতে হয়, তাহলে দু’জনের সঙ্গে এক ঘরে থাকব না। আর তাদের মধ্যে একজন শিখর ধাওয়ান এবং দ্বিতীয়জন ঋষভ পন্থ। ওরা খুব খুব অগোছালো ভাবে থাকে। নোংরা করে রাখে ঘর। অনুশীলন থেকে ফিরে ঘামে ভেজা জামাকাপড় বিছানায় ছড়িয়ে রেখে দেয়। ঘরের দরজায় ‘বিরক্ত করবেন না’ বোর্ড ঝুলিয়ে দুপুর ১টা পর্যন্ত ঘুমোয় ওরা। হোটেলের কর্মীরা সকালে ঘর পরিষ্কার করতে পারে না। ওদের ঘরে তিন-চার দিন ধরে সব কিছু ছড়িয়ে-ছিটিয়ে থাকে। অন্য কেউ থাকলে তার সমস্যা হয়। মনে হয় না ওদের সঙ্গে আমি এক ঘরে থাকতে পারব।“

শুধু এই নয় ২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপের ভারতের হার নিয়েও মুখ খোলেন রোহিত। রোহিত বলেন, “ ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েও জিততে পারলাম না আমরা। মনে হত দেশের মানুষ নিশ্চয়ই আমাদের উপর খুব রেগে আছে। কিন্তু লক্ষ্য করলাম আমরা কতটা ভাল পারফর্ম করেছি, সেটা নিয়েই আলোচনা করছেন ক্রিকেটপ্রেমীরা। বুঝতে পারলাম, জিততে না পারলেও তাঁরা আমাদের খেলা উপভোগ করেছেন।“

আরও পড়ুন- আজ ঘরের মাঠে লাল-হলুদের সামনে বিএফসি
