লোকসভা ভোটে (Loksabha Election) বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শরিক নির্ভর সরকার গড়তে চলেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ সন্ধ্যা ৬টায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন তিনি। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন দ্রৌপদী মুর্মু(Draupadi Murmu)। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আট হাজারের বেশি অতিথি। কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাজধানী দিল্লি (Delhi)। অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার থেকেই সতর্ক প্রশাসন। সূত্রের খবর এদিন নরেন্দ্র মোদির পাশাপাশি অন্যান্য কয়েকজন মন্ত্রীও শপথ নিতে পারেন। ‘নড়বড়ে’ সরকারের কে কোন দায়িত্ব পান সেদিকে নজর থাকছে।

আজকের অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে একাধিক রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তিত্বরা শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina), তিনি শুক্রবারে ভারতে আসেন। এর পাশাপাশি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল থাকবেন বলে খবর মিলেছে। আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে ভুটানের রাজা জিগমে খেসার নামগয়াল ওয়াংচুক, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনথ এবং পূর্ব আফ্রিকার দেশ সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফের কাছে।মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু উপস্থিত হবেন বলে বিদেশ মন্ত্রক সূত্রে খবর। এছাড়াও দেশের সব ধর্মগুরুদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

