কলকাতায় ডুরান্ড কাপ ফেরানোর উদ্দোগ নিল কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। রাজ্যের বর্তমান পরিস্থিতি কারণে বাতিল করে দেওয়া হয় ডুরান্ড কাপের ডার্বি । শুধু মরশুমের বড় ম্যাচ বাতিলই নয়, কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ডুরান্ড কাপ । কোয়ার্টার ফাইনাল চলে গিয়েছে বাইরে। সেই ডুরান্ডকে ফেরাতে উদ্দোগ তিন প্রধানের। এদিন সাংবাদিক সম্মেলনে তিন প্রধানের তরফে জানান হয় ডুরান্ডের সেমিফাইনাল, ফাইনাল যাতে কলকাতায় ফেরানো হয়, সেই আবেদনই ডুরান্ড কর্তৃপক্ষ এবং রাজ্য প্রশাসনের কাছে করেছেন তারা।

এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার, লাল-হলুদের সচিব রূপক সাহা, মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এবং মহামেডান সচিব ইসতিয়াক আহমেদ রাজু। তিন প্রধানের তরফে যৌথভাবে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে তাঁরা বলেন, “ ডার্বি ম্যাচ অতীত। ডুরান্ড ম্যাচও কলকাতা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু আমরা ডুরান্ড কর্তৃপক্ষ এবং প্রশাসনের কাছে অনুরোধ করছি, ডুরান্ড কাপকে কলকাতায় ফিরিয়ে আনা হোক। ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল খেলা যেন হয় কলকাতায়। সেই সঙ্গে সমর্থকদের কাছে অনুরোধ, তাঁরা যেন প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেন, শান্তিপূর্ণভাবে ম্যাচ উপভোগ করেন। ”

আরও পড়ুন- মেন্টর হিসেবে জহিরের সঙ্গে কথা লখনউ-এর : সূত্র
