মেলবোর্নে চলছে বক্সিং ডে টেস্ট। এই টেস্টেও প্রথম ইনিংসে রান পায়নি ভারতীয় ব্যাটাররা। এই টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হন বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুলরা। ব্যাট হাতে ব্যর্থ হন ঋষভ পন্থ। মাত্র ২৮ রান করেন তিনি। আর এরপরই পন্থের ব্যাটিং-এর সমালোচনা শুরু হয়। ভারতীয় উইকেটরক্ষকের আউট হওয়ার ধরন পছন্দ হয়নি ক্রিকেটপ্রেমীদের। পছন্দ হয়নি ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্করেরও। পন্থের ব্যাটিং-এ ক্ষুব্ধ তিনি।

এদিন পন্থের আউটের পর গাভাস্কর বলেন, “ জঘন্য শট। যে যে জায়গায় ফিল্ডার দাঁড়িয়ে রয়েছে, তাতে এই শট খেলা যায় না। পন্থ দু’ভাবে খেলতে জানে, এক, বল পেলেই মারো আর দুই, এই ধরনের শট খেলা। টেস্টে এইভাবে রান করা যায় না। এইভাবে খেললে পাঁচ নম্বরে ব্যাট করা যায় না। আরও নীচে নামানো উচিত পন্থকে। তাহলে কখনও কখনও রান করে দেবে পন্থ।“ এখানেই না থেমে তিনি আরও বলেন, “ পন্থের মারা কিছু চার ব্যাটের কানায় লেগে স্লিপের দিক দিয়ে গিয়েছে। আউটও হতে পারত ও। মাত্র ১৯ শতাংশ ইনিংসে ৫০ রানের গণ্ডি পার করেছে পন্থ। পাঁচ নম্বরে খেলা এক জন ব্যাটারের জন্য এটা কি যথেষ্ট?”

আরও পড়ুন- আজ লাল-হলুদের সামনে হায়দরাবাদ, জয়ের হ্যাটট্রিক লক্ষ্য ব্রুজোর

–

—

–

—

–

—

–

—

–
