খারাপ সময় কিছুতেই কাটছে ইস্টবেঙ্গল এফসির। এদিন ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে পয়েন্ট টেবিলে নিচে থাকা চেন্নাইয়ান এফসির কাছে ৩-০ গোলে হারল অস্কার ব্রুজোর দল। আর এই হারের ফলে এবছরও লাল-হলুদ শিবিরের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা একপ্রকার কঠিণ হয়ে দাঁড়াল ইস্টবেঙ্গলের সামনে। বলা ভাল প্লে-অফের আশা আর নেই বললেই চলে। তবে এদিন ম্যাচে নামেন নতুন বিদেশি মেসি। সেভাবে দাগ কাটতে পারলেন না তিনি।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি-আক্রমণের লড়াই। তবে ম্যাচের ১৩ মিনিটে আত্মঘাতি গোলে ১-০ পিছিয়ে পড়ে লাল-হলুদ। নিশু কুমারের আত্মঘাতি গোলে পিছিয়ে যায় অস্কারের দল। তবে এরপরই যেন আক্রমনাত্মক হয়ে ওঠে চেন্নাইয়ান। যার ফলে ম্যাচের ২১ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় চান্নাইয়ান। চেন্নাইয়ানের হয়ে ২-০ করেন উইলমার জর্ডন। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে তাহকে ইস্টবেঙ্গল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরিবর্তন করেন অস্কার। মাঠে নামেন নতুন বিদেশি মেসি। এবং চোট কাটিয়ে মাঠে নামেন আনোয়ার আলি। দ্বিতীয়ার্ধে কিছুটা চেপে ধরে লাল-হলুদ। তবে ম্যাচের শেষ মুহুর্তে ফের গোল হজম করে ইস্টবেঙ্গল। ম্যাচের অতিরিক্ত সময়ে চেন্নাইয়ানের হয়ে ৩-০ করেন চিমাচুকু। ম্যাচের অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লাল-হলুদের লালচুংনুঙ্গার।

আরও পড়ুন- ফের হার মহামেডানের, হায়দরাবাদের কাছে হারল ৩-১ গোলে


–

–

–

–

–

–

–

–