৯ই মার্চ, কলকাতার ময়দানে অনুষ্ঠিত হল বাংলার বসন্ত উৎসব, যেখানে ছিল একটি দৃষ্টিনন্দন গ্র্যান্ড র্যাম্প শো। এই শোতে অংশগ্রহণ করেন একাধিক মডেল এবং মেকআপ শিল্পী। শুটের সুযোগ প্রদান করেন সৌরভ মুখার্জী। অনুষ্ঠানের শুট সাপোর্ট প্রদান করে স্পন্দন ২০২৫ এবং আয়োজক ছিল আর্শি স্টুডিও ও একাডেমি। শোটি আয়োজনের পাশাপাশি, লেন্সেসন টিমের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় যারা এই ইভেন্টটি সফলভাবে সম্পন্ন করতে সহায়তা করেছেন। এই অনুষ্ঠানটি বসন্তের উজ্জ্বলতা এবং ফ্যাশনের অনবদ্য সংমিশ্রণ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন – শুরু তৃণমুল মহিলা কংগ্রেসের ‘অঞ্চলে আঁচল’ কর্মসূচি

_

_


_


_

_

_

_
_

_

_