Thursday, August 21, 2025

সংসদের উপরে কিছু নয়: নিশিকান্তর পরে ‘বিতর্কিত’ উপরাষ্ট্রপতি ধনকড়!

Date:

Share post:

বিচার ব্যবস্থার উপরে সংসদকে তুলে ধরার খেলায় মত্ত বিজেপি। দেশের সংবিধানকে যে বিজেপি কোনওদিন স্বীকৃতি দেয়নি, এবার সেই সংবিধানকে তুলে ধরার প্রশ্ন তুলে শীর্ষ আদালতের রায় বা বিচারকে কাঠগড়ায় তোলার পথে খোদ দেশের উপরাষ্ট্রপতি (Vice-president of India)। রাষ্ট্রপতিকে নিয়ে করা সুপ্রিম কোর্টের নির্দেশের প্রকাশ্য়ে সমালোচনায় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। দেশের তিন স্তম্ভকে প্রতিযোগিতার আসনে নামিয়ে আনার খেলায় এবার সংসদকেই (Parliament) ‘সুপ্রিম’ দাবি ধনকড়ের।

সম্প্রতি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey) দাবি করেন, যদি সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে নির্দেশ দেয় তবে নির্বাচিত প্রতিনিধিদের সংসদ বা বিধানসভার কোনও প্রয়োজন নেই। এবার ধনকড়ের দাবি, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, সংবিধান (Constitution) নাগরিকদের জন্য। তাকে রক্ষা করার আধার নির্বাচিত প্রতিনিধি। সংবিধানের উপাদান কী হবে তা নিশ্চিত করার শেষ সিদ্ধান্ত গ্রহণকারী।

সেই সঙ্গে তিনি দাবি করেন, সংবিধানেও (Constitution) এমন কোনও উল্লেখ নেই যে সংসদের (Parliament) উপরে কোনও উচ্চতর ক্ষমতা রয়েছে। বিজেপি শাসিত কেন্দ্রের সরকার প্রথমে নিশিকান্তর বক্তব্যে কোনও পদক্ষেপ না নিয়ে প্রমাণ করে দিয়েছিল, রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া নিয়ে তারা কোন পথে হাঁটছে। এবার খোদ দেশের উপরাষ্ট্রপতি স্পষ্ট করেদিলের বিজেপির অবস্থান। নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরে আসা রাষ্ট্রপতির ঊর্ধ্বে কেউ নয়, এটা স্পষ্ট করতে গিয়ে শীর্ষ আদালতের নির্দেশের অবমাননা করে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা দুর্বল করে দিতে চাইলেন।

তবে জগদীপ ধনকড় এই প্রথমবার নয়, এর আগেও দেশের শীর্ষ আদালতের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার একদিকে ওয়াকফ আইন, অন্যদিকে রাজ্যের ক্ষমতায়নে রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে নির্দেশে সুপ্রিম কোর্ট যেভাবে বিজেপির কেন্দ্রের সরকারকে কোণঠাসা করেছে, তাতে ধনকড় আবারও উপরাষ্ট্রপতি হয়ে প্রকাশ্যে বিচার ব্যবস্থার সমালোচনায়।

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...