Saturday, January 10, 2026

সংসদের উপরে কিছু নয়: নিশিকান্তর পরে ‘বিতর্কিত’ উপরাষ্ট্রপতি ধনকড়!

Date:

Share post:

বিচার ব্যবস্থার উপরে সংসদকে তুলে ধরার খেলায় মত্ত বিজেপি। দেশের সংবিধানকে যে বিজেপি কোনওদিন স্বীকৃতি দেয়নি, এবার সেই সংবিধানকে তুলে ধরার প্রশ্ন তুলে শীর্ষ আদালতের রায় বা বিচারকে কাঠগড়ায় তোলার পথে খোদ দেশের উপরাষ্ট্রপতি (Vice-president of India)। রাষ্ট্রপতিকে নিয়ে করা সুপ্রিম কোর্টের নির্দেশের প্রকাশ্য়ে সমালোচনায় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। দেশের তিন স্তম্ভকে প্রতিযোগিতার আসনে নামিয়ে আনার খেলায় এবার সংসদকেই (Parliament) ‘সুপ্রিম’ দাবি ধনকড়ের।

সম্প্রতি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey) দাবি করেন, যদি সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে নির্দেশ দেয় তবে নির্বাচিত প্রতিনিধিদের সংসদ বা বিধানসভার কোনও প্রয়োজন নেই। এবার ধনকড়ের দাবি, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, সংবিধান (Constitution) নাগরিকদের জন্য। তাকে রক্ষা করার আধার নির্বাচিত প্রতিনিধি। সংবিধানের উপাদান কী হবে তা নিশ্চিত করার শেষ সিদ্ধান্ত গ্রহণকারী।

সেই সঙ্গে তিনি দাবি করেন, সংবিধানেও (Constitution) এমন কোনও উল্লেখ নেই যে সংসদের (Parliament) উপরে কোনও উচ্চতর ক্ষমতা রয়েছে। বিজেপি শাসিত কেন্দ্রের সরকার প্রথমে নিশিকান্তর বক্তব্যে কোনও পদক্ষেপ না নিয়ে প্রমাণ করে দিয়েছিল, রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া নিয়ে তারা কোন পথে হাঁটছে। এবার খোদ দেশের উপরাষ্ট্রপতি স্পষ্ট করেদিলের বিজেপির অবস্থান। নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরে আসা রাষ্ট্রপতির ঊর্ধ্বে কেউ নয়, এটা স্পষ্ট করতে গিয়ে শীর্ষ আদালতের নির্দেশের অবমাননা করে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা দুর্বল করে দিতে চাইলেন।

তবে জগদীপ ধনকড় এই প্রথমবার নয়, এর আগেও দেশের শীর্ষ আদালতের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার একদিকে ওয়াকফ আইন, অন্যদিকে রাজ্যের ক্ষমতায়নে রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে নির্দেশে সুপ্রিম কোর্ট যেভাবে বিজেপির কেন্দ্রের সরকারকে কোণঠাসা করেছে, তাতে ধনকড় আবারও উপরাষ্ট্রপতি হয়ে প্রকাশ্যে বিচার ব্যবস্থার সমালোচনায়।

spot_img

Related articles

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...