‘মৃত্যু-ঘড়ি’, উৎপল সিনহার কলম

উৎপল সিনহা

মৃত্যু নিয়মিত আসে
আমি প্রস্তুত নই বলে
ফিরে যায় ।
( সুজাতা চক্রবর্তী )

যেদিন সরিয়া যাবো
তোমাদের কাছ থেকে
দূর কুয়াশায় চলে যাবো ,
সেদিন মরণ এসে অন্ধকারে
আমার শরীর ভিক্ষা করে
লয়ে যাবে …
( জীবনানন্দ দাশ )

মরিতে চাহি না আমি
সুন্দর ভুবনে …
( রবীন্দ্রনাথ ঠাকুর )

মরণ রে
তুঁহু মম শ্যামসমান …
( রবীন্দ্রনাথ ঠাকুর )

মরণের কথা অফুরান । মানুষ অমর হতে চায় । কিন্তু তা যে অসম্ভব । তাহলে উপায় ? মৃত্যুকে ঠেকিয়ে রাখা , কিছুদিনের জন্য দূরে ঠেলে দেওয়া , তাও কি সম্ভব নয় ?
হয়তো কিছুটা সম্ভব । কারণ , এসে গেছে ডেথ ক্লক বা মৃত্যু-ঘড়ি । এই ঘড়ি নাকি বলে দেবে যে কোনো মানুষের মরণের দিনক্ষণ । কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এই বিশেষ অ্যাপ-এ প্রায় ৬ কোটি ৩০ লক্ষ মানুষের জীবনযাত্রা সংক্রান্ত তথ্য পুরে দেওয়া হয়েছে ।

বর্তমানে নতুন এ আই ডেথ ক্লক ভাইরাল হয়ে উঠেছে । পিপলস-এর প্রতিবেদন অনুসারে , এই মৃত্যুঘড়িটি বিভিন্ন প্রম্পট্ ব্যবহার করে , যার মধ্যে রয়েছে বডি মাস ইনডেক্স , জন্ম-তারিখ , অ্যালকোহল এবং ধূমপান ফ্রিকোয়েন্সি , ফিটনেস , ডায়েট এবং বসবাসের দেশ ইত্যাদি । এইসব দেখেই বলে দেওয়া হয় সম্ভাব্য মৃত্যুর তারিখ ও সময় । চলুন , এখন জেনে নেওয়া যাক ‘ ডেথ ক্লক ‘ ওয়েবসাইট কী বলছে এ বিষয়ে । তারা বলছে , এটা একটা এ আই (artificial intelligence ) চালিত আয়ু ক্যালকুলেটর । আপনার জীবন ও যাপনের বিভিন্ন তথ্যের ভিত্তিতে এটি বলে দিতে পারে আপনার জীবন শেষের দিনক্ষণ । মজার ব্যাপার হলো , এই ওয়েবসাইটের লোগোটিও একটি কঙ্কালের । কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে একদল গবেষক বানিয়ে ফেলেছেন এই আশ্চর্য ঘড়িটি , যাকে বলা হচ্ছে মৃত্যু ঘড়ি বা ডেথক্লক ।

একজন মানুষের জীবনের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এই ঘড়ি জানিয়ে দেবে মানুষটির মৃত্যুর সম্ভাব্য তারিখ ও সময় । অ্যাপ প্রস্তুতকারী ডেভেলপার ব্রেন্ট ফ্রানসন জানান , প্রায় সাড়ে ছয় কোটি মানুষের ওপর পরীক্ষা চালিয়ে ১২০০- এর বেশি ডাটা সেট তৈরি করা হয়েছে ।

বিশেষজ্ঞরা বলছেন , ইতিমধ্যেই স্বাস্থ্য সচেতনদের মধ্যে এই অ্যাপের জনপ্রিয়তা বেড়েছে । এখনও অবধি প্রায় দেড় লাখ মানুষ এই অ্যাপ ব্যবহার করেছেন । বিশেষজ্ঞরা বলছেন , বেশি বেশি মানুষকে আরও বেশি স্বাস্থ্য সচেতন করে তুলতেই এই অ্যাপ বানিয়েছেন তাঁরা । তারই সঙ্গে ভবিষ্যতে কোনো মারণ রোগের আশঙ্কা থাকলে তাও জানিয়ে দেবে এই অ্যাপ । এমনকি কি কি করলে নিজের শরীরের হাল ফেরানো সম্ভব এবং সম্ভাব্য কঠিন রোগ প্রতিরোধ করার উপায় পর্যন্ত নাকি বাতলে দিতে পারে এই অ্যাপ ।

তাহলে কি বিধাতার নিয়ন্ত্রণ ,ঈশ্বরের ইচ্ছা , রাখে হরি মারে কে ইত্যাদি প্রচলিত প্রবাদের দিন ফুরোলো ? কৃত্রিম বুদ্ধিমত্তা কি শেষে খোদার ওপর খোদকারি করতে শুরু করলো ? আপনার উচ্চতা কতো ? বর্তমানে আপনার বয়স কতো ? ওজন কতো ? ঘুম কেমন হয় ? ঘুমের সমস্যা আছে কি ? নেশা করেন ? ব্যায়াম করেন প্রতিদিন ? এইসব জরুরি ও গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে চাইবে ‘ আয়ু মাপার অ্যাপ ‘ । তারপর নাকি আপনাকে নির্ভুলভাবে জানিয়ে দেবে আপনার শেষের সেদিন ! আপনি আগেভাগেই জেনে যাবেন আপনার পৃথিবী থেকে বিদায় নেওয়ার দিনটি।
ভয় পাচ্ছেন ? খুব চিন্তায় পড়ে গেলেন ? একদম চিন্তা করবেন না। কারণ , আপনার সম্ভাব্য মৃত্যুদিনটিকে কীভাবে অনেকটা পিছিয়ে দেওয়া যায় সেই মূল্যবান পরামর্শও
সম্ভবত আপনি পেয়ে যাবেন এই আশ্চর্য অ্যাপটি থেকেই ।

আরও পড়ুন – কোথায় গেল চৌকিদার? পহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে মোদির তীব্র সমালোচনা শঙ্করাচার্যের

_

 

_

 

_