পহেলগাম হামলার (Pahelgam Attack) পর থেকে একটানা ১৪ দিন ধরে সীমান্তের সংঘর্ষ বিরতি চুক্তি লংঘন করছে পাকিস্তান (Pakistan)। বেছে বেছে নিরীহ কাশ্মিরীদের টার্গেট করা হচ্ছে। রাজৌরি, কুপওয়ারা, উরি (Uri), পুঞ্চ (Poonch Sector), আখনুর সেক্টরে গুলি চালানোর পর এবার টার্গেট করা হলো ভূস্বর্গের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গকে। প্রায় ৭ বছর পর গুলমার্গে (Gulmarg) গোলাবর্ষণ। নিরাপত্তার খাতিরে আপাতত বন্ধ করে দেওয়া হলো রোপওয়ে পরিষেবা (Ropeway service)। পর্যটকদের অন্যত্র চলে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

ভারতীয় সেনার অপারেশন সিন্দুর সফল হওয়ার পর সীমান্তে আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে পাকিস্তান। পুঞ্চে একটি বাসকে টার্গেট করে শেল হামলা করা হয়েছে। এই সেক্টর সংলগ্ন গ্রামে অবিরাম গোলাগুলির জেরে এক সেনা জওয়ানসহ নিরীহ ১৫ জনের মৃত্যু হয়েছে। চার শিখ সম্প্রদায়ের মানুষের মৃত্যুর খবরের পাশাপাশি এক গুরুদ্বারে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের নিশানায় এবার কি তবে ধর্মীয় স্থান, সতর্ক রয়েছে ভারতীয় সেনা ও গোয়েন্দা বিভাগ। সীমান্তবর্তী এলাকা থেকে বেশ কয়েকজন সাধারণ বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। পাশাপাশি কাশ্মীরের বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বেশ কিছু দর্শনীয় স্থানে পর্যটকদের যাওয়ার ক্ষেত্রে সাময়িকভাবে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। পাকিস্তানকে পাল্টা জবাব দিয়ে চলেছে ভারত। ইতিমধ্যে সীমান্তের ওপারে ১০ জন পাক সেনার মৃত্যুর খবর মিলেছে।

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–