বারাসাতে যৌন হেনস্থার (sextual harassment) শিকার এক নাবালিকা। পুলিশ জানিয়েছে, রবিবার দুপুরে টিউশান পড়তে যায় ওই নাবালিকা। টিউশান শেষে ১২ নম্বর রেল গেট ধরে বাড়ি ফিরছিল সে। নাবালিকার অভিযোগ আচমকা এক অপরিচিত যুবক এসে রাস্তা আটকে দাঁড়ায়। এগিয়ে এসে নাবালিকার গোপনাঙ্গ স্পর্শ (sextual harassment) করতে গেলে চিৎকার করে ওঠে নাবালিকা। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে পাকড়াও করে বেধড়ক পিটুনি শুরু করে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। যুবককে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আরও পড়ুন : ফের যোগী-রাজ্যে ধর্ষণের অভিযোগ, অধরা অভিযুক্ত নৌসেনা আধিকারিক

–

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–