Sunday, November 16, 2025

বেলুড়ে স্বামী বিবেকানন্দ কাপের সূচনা, ভূমিপুত্রের সন্ধানে জেলায় জোর অরূপের

Date:

Share post:

স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১৩৩ বছর পূর্তির স্মরণে রাজ্যের ক্রীড়া দফতর ও আইএফএর যৌথ উদ্যোগে স্বামী বিবেকানন্দ কাপে(Swami Vivekananda Cup ) সূচনা হল। বৃহস্পতিবার বেলুড় মঠের শিল্প মন্দিরের মাঠে এই কাপের সূচনা  হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ( Aroop Biswas),  মন্ত্রী অরূপ রায়, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, বিধায়ক গৌতম চৌধুরি, ডাঃ রাণা চট্টোপাধ্যায়, কল্যাণ ঘোষ সহ বেলুর মঠের একাধিক মহারাজ। প্রতিযোগিতার কিক অফ করেন ক্রীড়ামন্ত্রী।

১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর শিকাগোতে ধর্মীয় সম্মেলনে স্বামী বিবেকানন্দের সেই বক্তৃতা আজও অবিস্মরণীয়। তারই ১৩৩ বছর পূর্তি উপলক্ষে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি চলতি বছরে আইএফএ-র ও ১৩৩ বছর। এই দুটির সমন্বয়েই স্বামী বিবেকানন্দ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

প্রতিটি জেলা থেকে ৮টি করে দল প্রতিযোগিতায় অংশ নেবে। ৩৪৮টি খেলা হবে। মোট পুরস্কার মূল্য ৫০ লক্ষ টাকা। বিজয়ী ক্লাবকে ৫ লক্ষ টাকা ও রানার্স দলকে ৩ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।

মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, “স্বামীজির বাণীও আদর্শকে যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাধর ফুটবলার তুলে আনতে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিন মাস চলবে এই প্রতিযোগিতা। বেলুর হচ্ছে স্বামীজির কর্মভূমি তাই এখান থেকেই সব জেলার টুর্নামেন্টের সূচনা হল।”

আরও পড়ুন: আসল পরীক্ষা এখনও বাকি, ভারতের পারফরম্যান্স নিয়ে বিশ্লেষণে সৌরাশিস-শিব শঙ্কর

কলকাতা লিগে ভূমিপু্ত্রের সংখ্যা নিয়ে গত মরশুম  থেকেই বিতর্ক চলছে। ক্রীড়ামন্ত্রী ভূমিপুত্রের সংখ্যা বৃদ্ধি করার দাবি তুলেছেন। স্বামী বিবেকানন্দ কাপের উদ্বোধনী অনুষ্ঠান থেকে তিন  প্রধানের ক্লাবগুলির কাছে আবেদনও রাখলেন ক্রীড়ামন্ত্রী। তাঁর কথায়, “আমরা প্রায়ই শুনি বাংলায় ফুটবলার নেই তাই ভিন রাজ্য থেকে ফুটবলার এনে খেলাতে হয়। আমি কলকাতার বড় ক্লাবদের বলব জেলায় গিয়ে এই টুর্নামেন্টের ম্যাচগুলো দেখুন। অনেক নতুন প্রতিভার সন্ধান পাবেন।”

 

spot_img

Related articles

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...