উৎসবের আগে ছাদ ব্যবসায় কড়াকড়ি রাজ্যের! জারি নির্দেশিকা 

Date:

Share post:

উৎসবের মরশুমে সম্ভাব্য দুর্ঘটনা আটকাতে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। আবাসিক বা অআবাসিক—কোনও ভবনের ছাদে বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণে আনতে পুর ও নগরোন্নয়ন দফতর নতুন নির্দেশিকা জারি করেছে। কলকাতা পুরসভা বাদ দিয়ে রাজ্যের সমস্ত পুরসভার ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে।

নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ভবনের ছাদকে ‘সাধারণ সম্পত্তি’ হিসেবে গণ্য করা হবে। সেখানে নতুন করে কোনও কাঠামো তোলা যাবে না, ব্যক্তিগত মালিকানা বা রেজিস্ট্রেশনও করা যাবে না। আবাসিক ভবনের ছাদে চলা ব্যবসা অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আগে যে সব লাইসেন্স দেওয়া হয়েছিল, সেগুলিও বাতিল বলে ঘোষণা করেছে সরকার।

তবে লাইসেন্সপ্রাপ্ত কিছু ক্ষেত্রে শর্তসাপেক্ষে ব্যবসা চালানো যাবে। তার জন্য ছাদের অর্ধেক অংশ খোলা রাখতে হবে। সার্বক্ষণিক প্রবেশাধিকার নিশ্চিত করতে থাকবে দুটি আলাদা সিঁড়ি। ছাদে কোনও স্থায়ী বা অস্থায়ী ছাউনি দেওয়া যাবে না। দাহ্য আসবাব রাখা যাবে না, খোলা আগুনে রান্নাও সম্পূর্ণ নিষিদ্ধ। গ্যাস সিলিন্ডার ব্যবহার করা যাবে না, কেবল ইনডাকশন বা বৈদ্যুতিক ওভেন ব্যবহার করা যাবে।

অগ্নি-নিরাপত্তা নিয়ে এসেছে কড়াকড়ি শর্ত। প্রতি ১০০ বর্গমিটারে দু’টি ফায়ার এক্সটিঙ্গুইশার রাখা বাধ্যতামূলক। কোনও নিরপেক্ষ সংস্থা দিয়ে নিয়মিত ফায়ার সেফটি অডিট করাতে হবে। বৈধ অগ্নি-নিরাপত্তা শংসাপত্র, পুর দফতরের ছাড়পত্র এবং বাড়তি ফি জমা দেওয়া ছাড়া ছাদে বাণিজ্যিক কার্যকলাপ চালানো যাবে না। পাশাপাশি, সিসিটিভি ক্যামেরার লাইভ ফিড সরাসরি পৌরসভা ও পুলিশ কন্ট্রোল রুমে পৌঁছতে হবে।

অন্য কিছু শর্তও বেঁধে দিয়েছে দফতর। যেমন—ছাদের রেলিং সর্বাধিক দেড় মিটার পর্যন্ত করা যাবে। কোনও আবাসিক ব্লকের দশ মিটারের মধ্যে ছাদ ব্যবসার লাইসেন্স দেওয়া হবে না। আধা-আবাসিক ভবনে সকল মালিকের লিখিত সম্মতি ছাড়া ছাদে ব্যবসা চালানো যাবে না। বিজ্ঞাপন-হোর্ডিং তোলাও নিষিদ্ধ। আর ঐতিহ্যবাহী ভবনের ক্ষেত্রে আলাদা ছাড়পত্র আবশ্যক। সরকারি সূত্রের দাবি, উৎসবের মরশুমে ছাদে জমায়েত ও বাণিজ্যিক ব্যবহার নিয়ে আগুন, ভিড় বা দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। সেই ঝুঁকি এড়াতেই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন – তিনবছর পরে কিসের ভয়ে মনিপুরে মোদি! ধ্বংসস্তূপে দাঁড়ানো প্রধানমন্ত্রীকে কটাক্ষ তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

”মায়ের স্নেহভরা মুখের উন্মোচনে আলোকিত হয় জগৎ”, মহাষষ্ঠীর শুভেচ্ছা অভিষেকের

রবিবার বোধনের মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসবের সূচনা হল।  এই দিনটার অপেক্ষায় বছরভর দিন গুণতে থাকে  দিন গোনার...

”শিউলি এলো, মাদল এলো, ধামসা এলো ঘরে”, গানের মধ্যেই ষষ্ঠীর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

শুরু হয়ে গিয়েছে বাঙালির প্রাণের প্রিয় দুর্গা পুজো। আজ মহাষষ্ঠী।  বোধনের মধ্য দিয়ে পুজোর সূচনা। আকাশে বাতাসে আনন্দের...

মুর্শিদাবাদে কুপিয়ে খুন জমি ব্যবসায়ীকে, এলাকায় তীব্র চাঞ্চল্য

মহা পঞ্চমীর দিনে ব্যবসায়ী খুন মুর্শিদাবাদে। মৃত ব্যবসায়ীর নাম জিন্নাত আনসারি। বয়স ৫৭ বছর।শনিবার দুপুরে ব্যবসায়ী খুনের ঘটনায়...

বোধনের আনন্দ ফিকে করে দেবে বৃষ্টি? জেনে নিন রবিবারের আবহাওয়ার আপডেট

দুর্গা পুজোর (Durga puja) আনন্দে মাতোয়ারা বাংলা। উত্তর থেকে দক্ষিণ প্রাণের পুজোয় মেতে উঠেছে ৮ থেকে ৮০। রবিবার...