পাকিস্তানকে দুরমুশ করে সুপার ফোরে ভারত, জানুন টিম ইন্ডিয়ার প্রাপ্তি তালিকা

Date:

Share post:

এশিয়া কাপে (Asia Cup) পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সহজ জয় ভারতের। ৭ উইকেটে জয় হাসিল করল টিম ইন্ডিয়া (Team India)। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপুটে পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। ফলে   উইকেটে জয় তুলে নিল ভারত।

পাকিস্তানের বিরুদ্ধেও দাপট দেখালেন ভারতীয় স্পিনাররা। রবিবার দুবাইতে এশিয়া কাপের মেগা ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান।   টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা।

প্রথম ওভারেই হার্দিক পাণ্ডিয়ার বলে আউট হয়ে যান ওপেনার সাইম আয়ুব। দ্বিতীয় ওভারে জশপ্রীত বুমরাহর শিকার মহম্মদ হ্যারিস। পরপর দু’জন ব্যাটার প্যাভিলিয়নে ফেরার পর চাপে পড়ে পাকিস্তান দল।

মাত্র ৩ রান করে ফিরলেন সলমন আঘা। হাসান নওয়াজ, মহম্মদ নওয়াজরাও মাত্র এক অঙ্কের রান করেই আউট হলেন।ফলে পাক ব্যাটারদের নাজেহাল হতে হল কুলদীপ-অক্ষরদের দাপটে।

ওপেনার সাহিবজাদা ফারহান ৪৪ বল খেললেও মাত্র ৪০ রান করেন। ১৭ রানে ফেরেন ফখর জামান। পাকিস্তানের মানরক্ষা করলেন শাহিন আফ্রিদি।শেষ ওভারে হার্দিক পান্ডিয়াকে একের পর এক ছক্কা মারলেন শাহিন আফ্রিদি। তিনি শেষ ওভারে হার্দিককে পরপর দুটো ছক্কা মারেন।১৬ বলে ৩৩ রান করেন।

কুলদীপ চার ওভারে ১৮ রান দিয়ে তিনটি, অক্ষর ৪ ওভারে ১৮ রান দিয়ে দুটি উইকেট নেন। দুটি উইকেট পান বুমরাহ। একটি করে উইকেট পান বরুণ ও হার্দিক।

ভারতীয় বোলাররা বিশেষত স্পিনাররা দাপট দেখালেন পাকিস্তানের ব্যাটারদের উপর। ফলস্বরূপ এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান তুলল পাকিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই শুভমান গিলের উইকেট হারায় ভারত। ৭ বলে ১০ রান করে আউট হন গিল। অপর ওপেনার অভিষেক শর্মা ১৩ বলে ৩১ রান করে আউট হলেন। ভারতের জয় নিশ্চিত করলেন সূর্য। তিলক ৩১ বলে ৩১ রান করে আউট হলেও, অধিনায়ক ৩৭ বলে ৪৭ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন। দুবে ১০ রানে অপরাজিত থাকেন।

আরও পড়ুন :সূর্য-সলমনের সৌজন্য উধাও, পাকিস্তানের জাতীয় সঙ্গীত বিভ্রাট

এই ম্যাচ থেকে ভারতের প্রাপ্তি অবশ্যই স্পিনারদের পারফরম্যান্স। কুলদীপ-অক্ষররা মরুদেশে ভেল্কি দেখিয়ে যাচ্ছেন। ছন্দে ফিরছেন অধিনায়ক সূর্যও। তবে ওপেনাররা বড় রান পাচ্ছেন না, এটা কিছুটা ভাবনার কারণ হতে পারে টিম ইন্ডিয়ার। এই জয়ে সুপার ফোর নিশ্চিত করল ভারত।

 

spot_img

Related articles

ঘোষিত বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫: তালিকায় সেরার সেরা থেকে সাবেকি, ভাবনা-সহ ৮ বিভাগ

পঞ্চমীর বিকেলেই ঘোষিত এবছরের বিশ্ব বাংলা শারদ সম্মান (Biswa Bangla Sharod Samman) প্রাপকদের নাম। প্রতিবছর ষষ্ঠীর বোধন বেলায়...

চিত্রার কী পরিণতি, জানা যাবে খুব শিগ্গির: পুজোর পরেই শেষ ‘কথা’ ধারাবাহিক

দুই নব সদস্যের পরিচয় নিয়ে অনেক টালবাহানার পরে অবশেষে কিছুটা শান্তি ফিরেছে গুহ পরিবারে। কিন্তু শান্তি এই পরিবারে...

সোনম ওয়াংচুকে পাক-চর প্রমাণের মরিয়া চেষ্টা! গুলি চালানো নিয়ে প্রশ্ন তুলল বিজেপিই

বিজেপির বিরোধিতা করলেই তারা দেশদ্রোহী। বারবার দেশের একাধিক রাজনীতিককে জেলে ভরে তারপরে তাঁদের বিরুদ্ধে অভিযোগ সাজিয়ে তা প্রমাণ...

ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! এবার বেহালায়

পঞ্চমীর সকালে ফের বিদ্যুৎস্পৃষ্ট (Electrocution) হয়ে মৃত্যু! শনিবার সকালে কলকাতার বেহালা-সরশুনা (Behala Shorsuna) এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন...