রবিবার বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সহযোগিতায় শিক্ষক দিবস ২০২৫ ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপিত হল বনগাঁ পৌরসভার নীল দর্পণ প্রেক্ষাগৃহে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক প্রদীপ্ত মুখার্জী, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি পলাশ সাধুখাঁ, জেলা সভাপতি সুমন মজুমদার, রাজ্য সাধারণ সম্পাদক ভাস্কর কুণ্ডু, সম্পাদক শ্যামপ্রসাদ দাস, মাধ্যমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি সনৎ মল্লিক-সহ জেলার বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকারা।

এই উপলক্ষে ১৫০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে সংবর্ধনা জানানো হয়। তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। অনুষ্ঠান শেষে মঞ্চে পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক ‘রক্তকরবী’, যা দর্শকদের মন কেড়ে নেয়। শিক্ষক দিবসের আবহে বনগাঁয় আয়োজিত এই অনুষ্ঠান শুধু শিক্ষকদের অবদানকে কুর্নিশ জানাল না, সাহিত্য ও সংস্কৃতির আবহেও ভরিয়ে তুলল শহরকে।

আরও পড়ুন – পাকিস্তানকে দুরমুশ করে সুপার ফোরে ভারত, জানুন টিম ইন্ডিয়ার প্রাপ্তি তালিকা

_

_

_

_

_

_
_