অনলাইন বেটিং অ্যাপের বিজ্ঞাপনী প্রচারের সঙ্গে যুক্ত হয়েছেন দেশের ক্রীড়াবিদ, খেলোয়াড় থেকে অভিনেতারা। সেই সব অনলাইন বেটিং অ্যাপের (online betting app) নামের সঙ্গে জুড়েছে কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার মামলা। এবার সেই সংক্রান্ত মামলায় একের পর এক সেলিব্রিটিদের তলবের প্রক্রিয়া শুরু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (ED)। সোমবার সংস্থার তলবে সাড়া দিয়ে যাবতীয় নথি নিয়ে দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজির অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।

অনলাইন বেটিং অ্যাপ আই-এক্স-বেট সংস্থার অ্যাম্বাসডর পদে ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এই সংস্থার সঙ্গে তাঁর আর্থিক লেনদেনের যাবতীয় তথ্য নিয়ে সোমবার তাঁকে দিল্লিতে তলব করা হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য নিয়ে নিজের আইনজীবীর সঙ্গে ইডির (ED) সদর দফতরে দেখা করেন মিমি (Mimi Chakraborty)। কিভাবে এই আর্থিক লেনদেন হয়েছিল, তাঁর সঙ্গে কিভাবে যোগাযোগ করা হয়েছিল এবং কোন অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছিল, এই সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রীকে।

এর আগে এই অ্যাপেরই আর্থিক দুর্নীতির মামলায় ইডি তলব করেছিল ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সুরেশ রায়না (Suresh Raina) এবং শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan)। সেক্ষেত্রেও একইভাবে আর্থিক লেনদেনের তথ্য যাচাই করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই বেটিং অ্যাপটির বিরুদ্ধে বহু মানুষের আর্থিক প্রতারণা এবং এর থেকে রোজগারের টাকা বেআইনিভাবে বিদেশে লেনদেনের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: যাত্রীদের সঙ্গে লুকোচুরি! ফের একবার সপ্তাহের প্রথম দিন মেট্রো দুর্ভোগ শহরে

এই একই অ্যাপের মামলায় এর আগে সমন পাঠানো হয়েছিল বাংলার অভিনেতা অঙ্কুশ হাজরাকেও। মঙ্গলবার তাঁকে ফের বেলা ১১ টায় তলব করা হয়েছে। মঙ্গলবারই বলিউডের অভিনেত্রী উর্বশী রৌতেলাকেও তলব করা হয়েছে।

–

–

–

–

–