”ভগবানকে গিয়ে বলুন’’, বিষ্ণুমূর্তি পুনঃপ্রতিষ্ঠার দাবি নিয়ে প্রধান বিচারপতির মন্তব্য ঘিরে বিতর্ক

Date:

Share post:

মধ্যপ্রদেশে ক্ষতিগ্রস্ত বিষ্ণুমূর্তি পুনঃপ্রতিষ্ঠার দাবির মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই বলেন, ‘’যান, ভগবানকে গিয়ে বলুন।’’ তাঁর এই বক্তব্যের পরেই বিতর্ক শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশ মনে করছে এই মন্তব্যে সংবেদনশীলতার অভাব রয়েছে। খাজুরাহোর জাভেরি মন্দিরে ৭ ফুটের একটি ভগ্নপ্রায় বিষ্ণুমূর্তি সংস্কার করে পুনরায় প্রতিষ্ঠার দাবিতে রাকেশ দেশাই নামে এক ব্যক্তি মামলা করেছিলেন। মুঘল আক্রমণের সময়ে মূর্তিটি ক্ষতিগ্রস্ত হয়। একাধিকবার আবেদন জানানোর পরেও মন্দির কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ গ্রহণ করেনি।

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া খাজুরাহো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর দেখভালের দায়িত্বে আছে। আবেদনকারীর তরফে দাবি করা হয়, বিষ্ণুমূর্তির পুনর্গঠন শুধু প্রত্নতাত্ত্বিক বিষয় নয়, এর সাথে জড়িয়ে রয়েছে মানুষের আস্থা এবং বিশ্বাস। মঙ্গলবার প্রধান বিচারপতি গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ সেই আবেদন খারিজ করে জানায় বিষয়টি প্রত্নতত্ত্ব বিভাগের আওতাধীন। একপ্রকার কটাক্ষের সুরে গাভাই বলেন, ‘এখন যান। আপনি বরং ভগবানের কাছে প্রার্থনা করুন। আপনি তো নিজেই বললেন, ভগবান বিষ্ণুর প্রতি আপনার অটল ভক্তি। তাহলে এই ব্যাপারে তাঁর কাছেই সাহায্য চান, কিছু করতে বলুন।’

আরও পড়ুন: সফটওয়্যার সমস্যায় সকাল সকাল গ্রিনলাইনে ব্যাহত মেট্রো পরিষেবা, হচ্ছেটা কী?

প্রধান বিচারপতির এই মন্তব্য ঘিরেই বিতর্ক শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ইমপিচমেন্টের দাবিও উঠছে। এমনকি মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টকে কয়েকজন আইনজীবী চিঠি লিখেছেন। এই মন্তব্য ভগবান বিষ্ণু ও সনাতন ধর্মের প্রতি অসম্মান বলেই ধরে নিচ্ছেন তারা। আইনজীবী বিনীত জিন্দাল রাষ্ট্রপতির কাছেও চিঠির প্রতিলিপি পাঠিয়েছেন। আইনজীবী সত্যম সিংহ রাজপুত খোলা চিঠি লিখে প্রধান বিচারপতিকে তাঁর মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার অনুরোধ জানান।

 

spot_img

Related articles

এশিয়া কাপে নিয়ম লঙ্ঘনের গুরুতর অভিযোগ, আইসিসির শাস্তির মুখে পাকিস্তান

এশিয়া কাপে ( Asia Cup) ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে পাকিস্তান দল (Pakistan)। ভারতের বিরুদ্ধে হেরে কোনও ক্রমে সুপার...

পুজোয় পাহাড়ে পর্যটকদের ভিড়, বুকিং বাড়ছে দার্জিলিং-কালিম্পং-ডুয়ার্সে

বাঙালির শ্রেষ্ঠ উৎসবে বাংলার পর্যটন শিল্পের (Tourism industry of Bengal) ভাগ্য সুপ্রসন্ন। উত্তর ভারতে প্রাকৃতিক দুর্যোগ আর নেপালের...

সুপার ফোরের ম্যাচে হাত মেলাবেন সূর্য-সলমনরা? সিদ্ধান্ত নিয়ে নিল আইসিসি

এশিয়া কাপে ( Asia Cup) সুপারের ম্যাচে রবিবারের মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান ( IND vs PAK)। গত রবিবার...

মেঘালয় বিধানসভার বিরোধী দলের মুখ্য সচেতক তৃণমূল বিধায়ক চার্লস পিনগ্রোপ

মেঘালয় বিধানসভায় বিরোধী দলের মুখ্য সচেতক হিসেবে দায়িত্ব পেলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক চার্লস পিনগ্রোপ। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে আনুষ্ঠানিকভাবে...