গভীর রাতে ফের বেপরোয়া গাড়ির দাপট শহরে। বুধবার রাত ১২টা নাগাদ নিমতলা ঘাট স্ট্রিটে (Neemtala ghat Street) একটি চা ও লিট্টির দোকানে সজোরে ঢুকে পড়ে একটি গাড়ি। দুর্ঘটনায় আহত হন পাঁচজন। তাঁদের মধ্যে একজন শুভেন্দু বিশ্বাস (নদিয়ার বাসিন্দা), এখনও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চোখের সামনে দুর্ঘটনা ঘটতে দেখে দোকানের কর্মী ধীরজ সাহু বলেন, “হঠাৎই দেখি একটি গাড়ি সোজা দোকানের ভিতরে ঢুকে দেওয়াল ভেঙে দিল।” আরও পড়ুন : ১৩ দিন পর গ্রেফতার হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডের দ্বিতীয় অভিযুক্ত

স্থানীয়দের অভিযোগ, গাড়ির তিন আরোহীই মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁরা ‘নো এন্ট্রি’ (No entry) রাস্তায় ঢুকে বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, চালক কৃশানু দাশকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বাড়ি বড়তলা থানা এলাকায়। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং আরোহীরা মদ্যপ ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, রাত বাড়লেই ওই এলাকায় নেশাগ্রস্তদের দৌরাত্ম্য বেড়ে যায়। ট্র্যাফিক আইন মানা হয় না। যদিও পুলিশ জানিয়েছে, এলাকায় রাতভর টহলদারি চলে এবং নিয়ম ভাঙলে জরিমানা করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

–

–

–

–

–

–

–

–