ঝাড়খন্ডে কুড়মি আন্দোলনের জেরে চাকুলিয়ায় আটকে বন্দেভারত, ঝাড়গ্রামে ব্যাহত ট্রেন পরিষেবা

Date:

Share post:

তফশিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবিতে শনিবার রেল ও রাস্তা অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কুড়মি (Kurmi Protest) সম্প্রদায়। সকাল থেকে গালুডি স্টেশনে বিক্ষোভ অবরোধ দেখাতে থাকেন তাঁরা। যার জেরে চাকুলিয়ায় আটকে যায় বন্দেভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। পূর্ব মেদিনীপুরের খড়গপুর (East Midnapore, Kharagpur Division) শাখায় বেশ কয়েক জায়গায় রেল অবরোধের জেরে ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা।

কুড়মি সংগঠনের প্রধান উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে পুরুলিয়া, বাঁকুড়া,ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ছাড়াও ঝাড়খণ্ড, ওড়িশার প্রায় ১০০ টি জায়গায় রেল রাস্তা অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট এই অবরোধকে অসংবিধানিক আখ্যা দিয়েছে আগেই। এদিন সকাল থেকে বিভিন্ন স্টেশনে বাড়তি আরপিএফ মোতায়েন করতে দেখা যায়। হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়েই রাজ্য পুলিশ যে অতিরিক্ত বাহিনী নিয়ে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত, শুক্রবারই তা জানিয়ে দেন রাজ্য পুলিশের এডিজি, আইন শৃঙ্খলা, জাভেদ শামিম। এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর আসেনি। তবে কুড়মি সমাজের এই আন্দোলনের আংশিক প্রভাব পড়েছে দক্ষিণ পূর্ব রেল পরিষেবায়। চক্রধরপুর ডিভিশনের সিনি বীরবানে বিক্ষোভ অব্যাহত। ওড়িশার ভাঞ্জপুর স্টেশনে বিক্ষোভের জেরে বাতিল একাধিক ট্রেন।

কুড়মিদের অবরোধ কর্মসূচির জেরে রেল পরিষেবায় কেমন প্রভাব?

  • • হাতিয়া বর্ধমান লোকাল এবং টাটানগর গুয়া টাটানগর আপ ও ডাউন লোকাল বাতিল করা হয়েছে।
  • • গতিপথ নিয়ন্ত্রিত করা হচ্ছে রাঁচি-বারাণসী ও টাটানগর-পাটনা বন্দেভারত এক্সপ্রেসের। তালিকায় রয়েছে হাতিয়া পূর্ণিয়া কোর্ট ও আলাপুজা-ধানবাদ এক্সপ্রেসও।

spot_img

Related articles

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে জয়, ফাইনালের আগে গম্ভীরের চিন্তা বাড়ালেন বোলাররা

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ নিতান্তই নিয়মরক্ষার। ভারত আগেই ফাইনালে চলে গিয়েছে। শ্রীলঙ্কার আবার সেই সম্ভাবনা নেই। কিন্তু রবিবার পাকিস্তানের...

লাদাখের কণ্ঠরোধে বল প্রয়োগ: সোনমকে পাঠানো হল যোধপুর জেলে, শহরে বন্ধ ইন্টারনেট

আন্দোলনের অন্যতম চালক পরিবেশকর্মী সোনম ওয়াংচুকে (Sonam Wangchuk) গ্রেফতার করলেই ক্ষোভ ছড়িয়ে পড়বে, আন্দাজ করেছিল অমিত শাহের (Amit...

শাহর বিরুদ্ধে মূর্তি ভাঙার অভিযোগকারী, তারই পুজোর উদ্বোধনে স্বরাষ্ট্রমন্ত্রী!

স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। দাবি করেছিলেন, অমিত শাহর প্ররোচনায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির গুণ্ডাবাহিনী। শুক্রবার কলকাতায়...

কলকাতা থেকে জেলায় পুজো দেখতে বেরিয়ে হয়রান! এক App-এই সমাধান রাজ্য পুলিশের

কখনও পুজোর প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে খুঁজে না পাওয়া। আবার কখনও যানজটে আটকে যাওয়া। কলকাতা শহর থেকে জেলা শহরে...