মহালয়া মানেই বাঙালির দুর্গোৎসবের ঢাকে কাঠি। প্রথা মেনে কোথাও চক্ষুদান, কোথাও মণ্ডপের দ্বারোদ্ঘাটন শুরু হয় এই দিন থেকেই। সেই প্রথা মেনেই শহর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ দুর্গোৎসব সুরুচি সংঘের (Suruchi Sangha) থিম সং (theme song) এবং থিম নোট প্রকাশিত হল মহালয়ায়। তাদের এই বছরের থিম সং প্রকাশিত হল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুপ্রেরণাতেই।

সুরুচি সংঘের (Suruchi Sangha) এবছরের থিম (theme) ‘আহুতি’ (sacrifice), যা বাংলার স্বাধীনতার সংগ্রামীদের আহুতিকে উৎসর্গ করেই তৈরি হয়েছে। স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া ‘অনুশীলন সমিতি’, তার সদস্য-সহ বাংলার স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস ফুটে উঠেছে শিল্পী অনির্বাণ দাসের তৈরি থিমে।

আরও পড়ুন: আজ ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যার প্রকাশ মমতার, মুক্তি পাবে মুখ্যমন্ত্রীর কথায়-সুরে গানের অ্যালবাম

এই পুজোর এবারের থিম সং-এর গীতিকার এবং সুরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার দিন সেই থিম সং প্রকাশের পাশাপাশি তুলে দেওয়া হয় একটি থিম নোট। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। থিম নোটটি একটি বই, যেখানে বইয়ের ভিতর যেভাবে স্বাধীনতা সংগ্রামীরা পিস্তল রাখার জায়গা করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তেন, তা ফুটিয়ে তোলা হয়েছে। সেই সঙ্গে লেখায় তুলে ধরা হয়েছে সুরুচি সংঘের এবারের পূজোর ভাবনাকেও। এদিন থিম সং প্রকাশ অনুষ্ঠানে ঢাক বাজিয়ে উৎসবের ঢাকে কাঠি ফেললেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

–

–

–

–

–

–