শারদোৎসবের সূচনা হয়েছিল আগেই। এবার মহালয়ার পুণ্যলগ্নে ফের একাধিক পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সেলিমপুর পল্লির দুর্গাপুজো থেকে শুরু করে একে একে বাবুবাগান, বান্ধব সম্মিলনী, যোধপুর পার্কের ৯৫ পল্লি অ্যাসোসিয়েশন, যোধপুর পার্ক সর্বজনীন এবং চেতলা অগ্রণী ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন করেন তিনি। পাশাপাশি ভার্চুয়ালি জেলার অন্তত ৮০০টি পুজোর সূচনা করেন।

মহালয়ার দিন যোধপুর পার্ক ৯৫ পল্লি থেকে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন নাকতলা উদয়ন সংঘের পুজোও। সেইসঙ্গে বীরভূমের রামপুরহাট মহকুমার চাকাইপুর মহামায়া ক্লাবের পুজোর উদ্বোধন করতে গিয়ে জানান, ‘শৈশবকাল থেকেই চাকাইপুর গ্রামের সঙ্গে আমার এক অবিচ্ছেদ্য আত্মিক সম্পর্ক রয়েছে। আজকের এই উদ্বোধন সেই স্নেহবন্ধনেরই প্রতিফলন’। এদিন রাস্তায় যাওয়ার পথে আরও একটি পুজো কমিটির আবদার মেটাতে থেমে উদ্বোধন করেন বান্ধব সম্মিলনীর দুর্গোৎসবের। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘দুর্গা অঙ্গন’ নামে একটি নতুন প্রকল্পের কাজ শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, “আমি একটা দুর্গা অঙ্গন বানাব, জগন্নাথধামের মতো। জায়গাও ফাইনাল হয়ে গিয়েছে, ট্রাস্টও তৈরি হয়ে গিয়েছে।”

প্রসঙ্গত, এবার রেকর্ড সংখ্যক প্রায় তিন হাজার পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার প্রথম দফার সূচনা হল মহালয়ার দিনেই। যদিও সময়াভাবে সব অনুরোধ পূরণ করা সম্ভব হচ্ছে না, তবে যেসব কমিটি এ বছর তাঁর হাত থেকে উদ্বোধনের সুযোগ পায়নি, তাঁদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তিনি।

আরও পড়ুন- বড় সাফল্য পুলিশের! দিল্লি থেকে গ্রেফতার গুলশন কলোনি কাণ্ডের মূল অভিযুক্ত মিনি ফিরোজ

_

_

_

_

_

_
_