Sunday, December 7, 2025

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যান্ত্রিক ত্রুটি! মাঝআকাশে আতঙ্ক, জরুরি অবতরণ দুবাইয়ে

Date:

Share post:

ফের যান্ত্রিক ত্রুটির কারণে চরম বিপদের মুখোমুখি হল এয়ার ইন্ডিয়ার (Air India) আন্তর্জাতিক উড়ান। ৯ অক্টোবর, ভিয়েনা (Vienna) থেকে নয়াদিল্লিগামী (New Delhi) এআই-১৫৪ বিমানটি মাঝআকাশে যান্ত্রিক সমস্যার সম্মুখীন হয়। তাৎক্ষণিকভাবে জরুরি অবতরণ করানো হয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। যদিও কেউ আহত হননি, তবে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে।

সংস্থার তরফে জানানো হয়েছে, বিমানটি ভিয়েনা থেকে উড়ান শুরু করলেও কিছুক্ষণের মধ্যেই পাইলট যান্ত্রিক গোলযোগ অনুভব করেন। তিনি সঙ্গে সঙ্গে কাছাকাছি এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান। অনুমতি মিলতেই বিমানটিকে নিরাপদে অবতরণ করানো হয় দুবাইয়ে। পরে সমস্ত প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ৮:৪৫ মিনিটে (ভারতীয় সময়) বিমানটি দিল্লির উদ্দেশে রওনা দেয়। আরও পড়ুন : তালিবান মন্ত্রীর ভারত সফরের সময়ই কাবুলে একাধিক বিস্ফোরণ, নেপথ্যে পাকিস্তান!

এয়ার ইন্ডিয়ার এই ঘটনা নতুন নয়। সম্প্রতি এমন একাধিক ঘটনার মুখোমুখি হয়েছে সংস্থাটি। গত ৩ অক্টোবর শ্রীলঙ্কার কলম্বো থেকে চেন্নাইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে পাখির ধাক্কা লাগে। গত আগস্ট মাসেই তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এক বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় সেটিকে চেন্নাই বিমানবন্দরে ঘুরিয়ে আনা হয়। ওই বিমানে থাকা কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল অভিযোগ করেছিলেন, চেন্নাইয়ে অবতরণের সময় একই রানওয়েতে অন্য বিমান চলে আসায় সামান্যর জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো যায়। এর আগেও আহমেদাবাদে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, যার রেশ কাটতে না কাটতেই ফের এই ঘটনা প্রশ্ন তুলছে এয়ার ইন্ডিয়ার বিমানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

spot_img

Related articles

মানবিকতা উঠে গেছে বলেই বামেরাও উঠে গেছে! তোপ কল্যাণের

ফের একবার বামেদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ৩২ হাজারের শিক্ষক নিয়োগের রায় বহাল থাকা...

ঘুম হচ্ছে না সোনালির, পাশে দাঁড়াতে হাসপাতালে তৃণমূল নেতৃত্ব

সুস্থভাবে ফিরে এসেছেন দেশে। প্রশাসনিক তৎপরতায় ভর্তি হয়েছেন হাসপাতালে। কিন্তু নিশ্চিন্ত হওয়ার উপায় নেই সোনালি খাতুনের (Sunali Khatun)।...

কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী: সোমে বৈঠক, মঙ্গলবার জনসভা

রাজ্যের বিভিন্ন অংশে চলা অপরিকল্পিত এসআইআরের আতঙ্ক এবং বিজেপির বাংলাবিদ্বেষী অবস্থানের মাঝে মানুষের পাশে দাঁড়াতে ছুটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী...

গাড়ির ধাক্কা! কুনো-র নিখোঁজ চিতা শাবকের মর্মান্তিক মৃত্যু

ফের প্রশ্নের মুখে মধ্যপ্রদেশে চিতাপালন। একদিকে নজরদারি, অন্যদিকে প্রশাসনিক তৎপরতা নিয়ে প্রশ্ন উঠল গত বছর মার্চ মাসে জন্মানো...