রাশিয়ার তেল নিয়ে নতুন হুমকি ট্রাম্পের: আরও পিচ্ছিল ভারতের তেলের পথ

Date:

Share post:

রাশিয়া থেকে তেল কেনার ‘অপরাধে’ ভারতীয় সামগ্রীর উপর ৫০ শতাংশ শুল্ক ধার্য করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এই ক্ষতি সহ্য করেও ভারতের বিদেশমন্ত্রক (MEA) সস্তার রাশিয়ার তেল (russian crude oil) কেনার উপরই আস্থা রেখেছে। যদিও এরপরও বারবার ট্রাম্প দাবি করে গিয়েছেন, নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে তাঁর কথা হয়েছিল। যেখানে তিনি না কি রাশিয়া থেকে তেল না কেনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এবার ট্রাম্প (Donald Trump) দাবি করলেন ভারত যদি রাশিয়া থেকে তেল রাশিয়া থেকে আরও তেল কেনে তবে আমেরিকা (USA) ভারতের উপর আরও শুল্ক (tariff) চাপাবে।

মার্কিন শুল্কের (US tariff) দেড় মাস পরে ভারতের বস্ত্র শিল্প থেকে সামুদ্রিক খাবার, গয়না শিল্পের একটা বড় অংশ ব্যাপক ক্ষতির মুখে। একটা বড় অংশের ব্যবসায়ী ও রফতানি ব্যবসার সঙ্গে যুক্ত সংস্থা আমেরিকামুখী পথ থেকে সরে এসে নতুন বাজারের সন্ধানে। বহু কর্মহীন শ্রমিক, লোকসানে থাকা ব্যবসার দিকে না তাকিয়েই রাশিয়া থেকে তেল কেনার পথেই অটল রয়েছে ভারত। এরই মাঝে নতুন দাবি ট্রাম্পের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, যদি ভারত রাশিয়ার থেকে এখনও তেল কেনার কথা বলে থাকে, তবে তাদের অনেক শুল্ক দিতে হবে। আমি নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার থেকে আর তেল (Russian crude oil) কিনবেন না বলে। তবে যদি তারা সেটা না করে তবে তাদের আরও চড়া হারে শুল্ক (tariff) দিতে হবে।

আরও পড়ুন: নো কিংস আন্দোলনে উত্তাল আমেরিকা, খোশ মেজাজে ট্রাম্প

নিজের বক্তব্যের মধ্যে দিয়ে ট্রাম্প স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর তেল কেনা সংক্রান্ত কথা হয়েছে। যদিও এখনও এই বিষয়ে মুখ খোলেনি প্রধানমন্ত্রীর দফতর (PMO) বা বিদেশ মন্ত্রক। সেক্ষেত্রে কম দামে জ্বালানি কেনার পথ থেকে ভারতকে সরে আসতে হবে কিনা, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। তা নাহলে আমেরিকার শুল্কের চাপে আরও কোন কোন ভারতীয় শিল্পকে মুখ থুবড়ে পড়তে হবে, তা নিয়ে উৎসবের মরশুমের শেষেই শুরু হচ্ছে জল্পনা।

spot_img

Related articles

ভাতৃদ্বিতীয়া: ভাইয়ের মঙ্গল কামনায় যমদুয়ারে ফোঁটা বোনদের

আলোর রাত পেরিয়ে আজ শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা (Bhaiphota)। ভাইয়ের মঙ্গল আর দীর্ঘায়ু কামনায় তার কপালে চন্দনের ফোঁটা...

আগামিকালই ভাইফোঁটা, জেনে নিন সময় ও নিয়ম

দীপাবলির আলো মুছে যাওয়ার আগেই বাঙালির (Bengali rituals) ঘরে আসে আরেক উৎসব—ভাইফোঁটা। ভাই-বোনের পবিত্র সম্পর্ককে উদ্‌যাপন করার এই...

৩০ বছর পর ফিরল দৃষ্টি! চোখে ইমপ্লান্ট বসানোয় সফল ট্রায়াল

তিন দশক আগে হারিয়েছিলেন দৃষ্টিশক্তি। কিন্তু চিকিৎসা বিজ্ঞানে নতুন প্রযুক্তির কল্যাণে আবার ফিরে পেলেন সেই দৃষ্টি। ক্যালিফোর্নিয়ার বায়োটেক...

দুর্গাপুর-কাণ্ডে এবার টিআই প্যারেড, গোপন জবানবন্দি ২ অভিযুক্তর

দুর্গাপুরের (Durgapur Rape case) বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয়বর্ষের ছাত্রীর ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৬জনের মধ্যে পাঁচজনের টিআই প্যারেডের অনুমতি...