মদ খেয়ে বচসার বন্ধুকে পিটিয়ে খুন (Maheshtola murder case)! ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে, গোপালপুর মালিপাড়ায়। মৃত যুবকের নাম বরুণ মণ্ডল (৪০)। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চিরঞ্জিত মিত্র ও শুভঙ্কর মিত্র—দু’জনেই মৃতের বন্ধু। ঘটনার সময় তিনজনেই মত্ত অবস্থায় ছিলেন। ঠিক কোন কথা নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এখনও তা জানা যায়নি। পুলিশ দুজনকেই গ্রেফতার করেছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে কালিপুজো মণ্ডপের পাশে বসে মদ্যপান করছিলেন তিনজন। সেখানেই প্রথমে কথা কাটাকাটি শুরু হয় বরুণ সঙ্গে শুভঙ্করের। পরে চিরঞ্জিত ও শুভঙ্কর, দুইভাই মিলে বরুণকে রাস্তায় ফেলে মারধর করতে শুরু করে। লাঠি, ঘুষি এবং লাথির আঘাতে গুরুতর জখম হন বরুণ।
স্থানীয় বাসিন্দারা বরুণকে উদ্ধার করে তৎক্ষণাৎ কলকাতার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত দুই ভাইকে। বুধবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হবে। আরও পড়ুন: কীভাবে নিরাপত্তা এড়ালো কুকুর? বিবৃতি দিয়ে সাফাই মেট্রো কর্তৃপক্ষ

ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, “প্রাথমিক তদন্তে পূর্বের কোনও শত্রুতা বা পরিকল্পনা করে খুন তা নিশ্চিত করা যায়নি তবে আমরা বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছি। ময়না-তদন্তের রিপোর্ট এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

–

–

–

–

–

–
