মত্ত অবস্থায় বন্ধুকে পিটিয়ে খুন! মহেশতলায় গ্রেফতার দুই ভাই

Date:

Share post:

মদ খেয়ে বচসার বন্ধুকে পিটিয়ে খুন (Maheshtola murder case)! ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে, গোপালপুর মালিপাড়ায়। মৃত যুবকের নাম বরুণ মণ্ডল (৪০)। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চিরঞ্জিত মিত্র ও শুভঙ্কর মিত্র—দু’জনেই মৃতের বন্ধু। ঘটনার সময় তিনজনেই মত্ত অবস্থায় ছিলেন। ঠিক কোন কথা নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এখনও তা জানা যায়নি। পুলিশ দুজনকেই গ্রেফতার করেছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে কালিপুজো মণ্ডপের পাশে বসে মদ্যপান করছিলেন তিনজন। সেখানেই প্রথমে কথা কাটাকাটি শুরু হয় বরুণ সঙ্গে শুভঙ্করের। পরে চিরঞ্জিত ও শুভঙ্কর, দুইভাই মিলে বরুণকে রাস্তায় ফেলে মারধর করতে শুরু করে। লাঠি, ঘুষি এবং লাথির আঘাতে গুরুতর জখম হন বরুণ।
স্থানীয় বাসিন্দারা বরুণকে উদ্ধার করে তৎক্ষণাৎ কলকাতার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত দুই ভাইকে। বুধবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হবে। আরও পড়ুন: কীভাবে নিরাপত্তা এড়ালো কুকুর? বিবৃতি দিয়ে সাফাই মেট্রো কর্তৃপক্ষ

ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, “প্রাথমিক তদন্তে পূর্বের কোনও শত্রুতা বা পরিকল্পনা করে খুন তা নিশ্চিত করা যায়নি তবে আমরা বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছি। ময়না-তদন্তের রিপোর্ট এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

spot_img

Related articles

শবরীমালা মন্দিরে আয়াপ্পা দর্শনে দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

দীর্ঘসময় ধরে বিতর্কের শিরোনামে থাকা কেরলের ঐতিহাসিক শবরীমালা মন্দিরে পুজো দিলেন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi...

ভাইফোঁটায় কম মেট্রো, কাটছাঁট ৯০টি ট্রেনের!

রাজ্য জুড়ে আজ ভাইফোঁটার ( Bhai Fonta) আনন্দে মাতোয়ারা বাঙালি। সরকারিভাবে ছুটি থাকায় রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, লোকজন কম।...

কাটল জট: বিহারের ভোটে তেজস্বীকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা মহাগঠবন্ধনের

অবশেষে কাটল জট। বিহারের (Bihar) আসন্ন বিধানসভা নির্বাচনে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আরজেডি নেতা তেজস্বী যাদবকেই (Tejaswi Yadav)...

দুর্গাপুর কাণ্ডে নজরে ‘মাস্টারমাইন্ড;! আদালতে বিস্ফোরক নির্যাতিতার আইনজীবী

দুর্গাপুর মেডিক্যাল(Durgapur medical) পড়ুয়াকে ধর্ষণের ঘটনা নিয়ে নির্যাতিতার আইনজীবী এবার বিস্ফোরক দাবি করলেন। তিনি জানান, ‘ধর্ষণের ঘটনা পূর্ব...