পাট শিল্পের পুনরুজ্জীবনের লক্ষ্যে পরামর্শদাতা নিয়োগ রাজ্যের

Date:

Share post:

রাজ্যের প্রাচীনতম পাট শিল্প(Jute Indrusty) কেন্দ্রগুলির অন্যতম বজবজের নিউ সেন্ট্রাল জুট মিলের পুনরুজ্জীবনের লক্ষ্যে  রাজ্য সরকার( Govt of W.B) পরামর্শদাতা নিয়োগ করছে। রাজ্যের সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠন দপ্তর  ইতিমধ্যেই এই পরামর্শদাতা বা  ট্রান্সঅ্যাকশন অ্যাডভাইজর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে।

সংশ্লিষ্ট ব্যক্তি  মিল পুনরুজ্জীবনের রূপরেখা তৈরি ও বাস্তবায়নের দায়িত্বে থাকবেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, ট্রান্সঅ্যাকশন অ্যাডভাইজর মিলটির কার্যক্রমের পূর্ণ ইতিহাস বিশ্লেষণ করবেন, পাট শিল্প ও তার সহযোগী ক্ষেত্রের বাজার অবস্থা পর্যালোচনা করবেন, ঋণদাতা ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থার সঙ্গে পরামর্শ করে বিস্তারিত পুনরুজ্জীবন পরিকল্পনা তৈরি করবেন, যা পরবর্তীতে মন্ত্রিসভা  অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সেই রিপোর্টের ভিত্তিতে পুনরুজ্জীবন কার্যকর করতে উপযুক্ত অপারেটর বা অর্থনৈতিক অংশীদার নির্বাচন করা হবে।

কলকাতা হাই কোর্ট গত ১২ মার্চ সরকারকে ওই জুট মিল উদযাপনে আইন অনুযায়ী প্রয়োজনীয় পুনরুজ্জীবনমূলক পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা দেয়। সংশ্লিষ্ট মামলায় রাজ্য সরকার ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে একটি পুনরুজ্জীবন পরিকল্পনা তৈরি করতে আগ্রহের কথা জানায়। রাজ্য সরকারের আশা, এই পরিকল্পনা সফল হলে তা পাট শিল্পের অন্যান্য বন্ধ শিল্প ইউনিট পুনর্গঠনের ক্ষেত্রেও এক আদর্শ মডেল হয়ে উঠবে।

 

spot_img

Related articles

বৃষ্টির ভ্রুকুটি কাটছে না বঙ্গে! শুক্রবার থেকে বদলাবে আবহাওয়া

বর্ষা বিদায় নিলেও বৃষ্টির ভ্রুকুটি কাটছে না বঙ্গে। এখন শুষ্ক আবহাওয়া (Weather) থাকলেও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের (Bay of Bangal)...

মত্ত হয়ে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব, ২২টি সেলাই স্বাস্থ্যকর্মীর মাথায়

মদ খেয়ে নার্সিং স্টাফকে (nurse) ইট দিয়ে হামলা যুবকের! ঘটনায় গুরুতর আহত হয়েছেন নার্স রীনা মণ্ডল। তাঁর মাথায়...

শবরীমালা মন্দিরে আয়াপ্পা দর্শনে দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

দীর্ঘসময় ধরে বিতর্কের শিরোনামে থাকা কেরলের ঐতিহাসিক শবরীমালা মন্দিরে পুজো দিলেন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi...

দুর্গাপুর কাণ্ডে নজরে ‘মাস্টারমাইন্ড;! আদালতে বিস্ফোরক নির্যাতিতার আইনজীবী

দুর্গাপুর মেডিক্যাল(Durgapur medical) পড়ুয়াকে ধর্ষণের ঘটনা নিয়ে নির্যাতিতার আইনজীবী এবার বিস্ফোরক দাবি করলেন। তিনি জানান, ‘ধর্ষণের ঘটনা পূর্ব...