অসম, গুজরাত, বিহারের মতো ডবল ইঞ্জিন রাজ্যে দুর্যোগ হলেই হাজার হাজার কোটি টাকার বন্যাত্রাণ। আর বাংলায় প্রাকৃতিক দুর্যোগ হলেও চোখ বন্ধ করে রাখেন মোদি (Narendra Modi)। সম্প্রতি বাংলায় এত বড় প্রাকৃতিক বিপর্যয় হল, উত্তরবঙ্গে এত ক্ষতি হয়ে গেল, তা সত্ত্বেও এক টাকা দিল না মোদি সরকার। এদিকে মহারাষ্ট্র ও কর্নাটককে প্রায় ২ হাজার কোটি টাকা ত্রাণের অনুমোদন দিল। এর পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস।

বিজেপি শাসিত মহারাষ্ট্র ও কংগ্রেস শাসিত কর্নাটকে বন্যা মোকাবিলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহর অনুমোদনে কেন্দ্র ১,৯৫০.৮০ কোটি টাকার ত্রাণ ঘোষণা করেছে। সরকারি বিবৃতি অনুযায়ী, মহারাষ্ট্রকে দেওয়া হয়েছে ১,৫৬৬.৪০ কোটি টাকা এবং কর্নাটক পেয়েছে ৩৮৪.৪০ কোটি টাকা। বলা হয়েছে, মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার বন্যা, ভূমিধস ও মেঘভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে সর্বতোভাবে সাহায্য করতে বদ্ধপরিকর। কিন্তু কেন উত্তরবঙ্গে এত বড় প্রাকৃতিক বিপর্যয় ঘটে যাওয়ার পরেও মোদি একবার ফিরে তাকালেন না? কেন কোনও ত্রাণের ব্যবস্থা করলেন না? দুর্যোগ হলেই শুরু থেকে বাংলাকে বঞ্চিত করে আসছিল কেন্দ্রের বিজেপি সরকার, এখনও তাই করছে। আসলে বিজেপির সবটাই ভোট রাজনীতি। ভোট এলেই হাজারো প্রতিশ্রুতি, আর ভোটে হারলেই বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ। বছরের পর বছর বঞ্চনার শিকার আমাদের বাংলা। আরও পড়ুন: ফের সুর হারাল বলিউড, অকাল প্রয়াণ ঋষভের

তৃণমূল কংগ্রেস বিজেপি এবং মোদিকে তোপ দেগে জানিয়েছে,”বাংলাকে ফের বঞ্চনা কিন্তু দরাজহস্তে মহারাষ্ট্র, কর্নাটককে দেওয়া হল ২ হাজার কোটির ত্রাণ।
ত্রাণ নিয়েও বাংলার মানুষের প্রতি কেন্দ্রের মোদি সরকারের তীব্র বঞ্চনা। উত্তরবঙ্গের ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ে কেন্দ্র বাংলাকে একটি পয়সা না দিলেও, মহারাষ্ট্র ও কর্নাটককে প্রায় ২ হাজার কোটি টাকা ত্রাণের অনুমোদন দিল। সরকারি বিবৃতি অনুযায়ী, মহারাষ্ট্রকে দেওয়া হয়েছে ১,৫৬৬.৪০ কোটি টাকা।
বাংলার মানুষ বারবার গণতান্ত্রিকভাবে বিজেপিকে রুখে দিয়েছে বলেই কি এই হিংসার রাজনীতি? এইভাবে দিনের পর দিন বঞ্চনা? বাংলার বিজেপির নেতাদের কি এরপরেও চোখ খুলবে না?”

–

–

–

–

–

–
