রবীন্দ্র সরোবরের (Rabindra Sarobar) পর এবার সুভাষ সরোবরে (Subhash Sarobar) শুরু হচ্ছে বৃক্ষসুমারি। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) এই প্রথম পূর্ব কলকাতার জনপ্রিয় জলাশয়টিতে উদ্ভিদ গণনার উদ্যোগ নিচ্ছে।

প্রায় ৯৮ একর এলাকাজুড়ে বিস্তৃত সুভাষ সরোবরে রয়েছে প্রায় ৪০ একরের জলাশয় ও সংলগ্ন সবুজ অঞ্চল। কেএমডিএ-র এক আধিকারিক জানিয়েছেন, “রবীন্দ্র সরোবরের জীববৈচিত্র্যের নথি আমাদের কাছে আছে, কিন্তু সুভাষ সরোবরে কোনও আনুষ্ঠানিক সমীক্ষা হয়নি। তাই আমরা পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদের সহযোগিতায় বৃক্ষসুমারি শুরু করতে চলেছি।”

নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে নামাঙ্কিত এই হ্রদটি প্রাতঃভ্রমণকারী ও প্রকৃতিপ্রেমীদের কাছে বিশেষ জনপ্রিয়। সরোবর সংলগ্ন এলাকায় রয়েছে কেএমডিএ-র প্রশাসনিক ভবন, ক্রিকেট একাডেমি ও সুইমিং পুল। আরও পড়ুন: লক্ষ্য ২০৪৭! উন্নয়ন ও বলিষ্ঠ অর্থনীতিই লক্ষ্য ‘উড়ান’-এর

কেএমডিএ আশা করছে, রবীন্দ্র সরোবরের মতোই সুভাষ সরোবরেও সমৃদ্ধ জীববৈচিত্র্য ধরা পড়বে। উল্লেখ্য, দুটি সরোবরই জাতীয় পরিবেশ আদালতের নজরদারিতে রয়েছে, যেখানে পরিবেশ রক্ষার স্বার্থে ছটপুজোর আয়োজন নিষিদ্ধ করা হয়েছে।

–

–

–

–

–

–


