হাই কোর্টের নির্দেশে অস্বস্তিতে প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর দায়ের করা এফআইআর (FIR) খারিজের আবেদন খারিজ করে দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।

সম্প্রতি নেপাল ইস্যুতে উস্কানিমূলক মন্তব্য করায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের (Barrackpur Police Commissionerate) বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে ১০ টি এফআইআর রুজু হয়। শুধু তাই নয়, একাধিক ইস্যুতে এপর্যন্ত মোট ৬১ টি মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। ওই সমস্ত এফআইআরকে চ্যালেঞ্জ করে এবার হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অর্জুন (Arjun Singh)। শুক্রবার এফআইআর খারিজের আবেদন খারিজ করে দেন বিচারপতি জয় সেনগুপ্ত। আদালত (Calcutta High Court) জানিয়েছে, অর্জুনের বিরুদ্ধে তদন্ত চলবে। বারাকপুরের পুলিশ কমিশনারেটের কমিশনার মুরলীধর শর্মার (Murlidhar Sharma, IPS) অধীনে সিট (SIT) এই মামলার তদন্ত করবে। তবে আগাম জামিনের (interim bail) আবেদন করতে পারবেন বিজেপি নেতা।

আরও পড়ুন: হাই কোর্টের রায়ে বড়সড় ধাক্কা! খারিজ শুভেন্দুর রক্ষাকবচ, সরকার-দলের বক্তব্যকেই মান্যতা: মত তৃণমূলের

গত ২৬ মার্চ রাতে, জগদ্দলের মেঘনা মোড় এলাকায় শ্রমিকদের মধ্যে গণ্ডগোল হয়েছিল। সেই খবর পেয়ে অর্জুন সিং কয়েকজনকে সঙ্গে নিয়ে মেঘনা মোড়ের কাছে পৌঁছেছিলেন। সেখানে গিয়ে অর্জুনের অভিযোগ, দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালায়। পালটা ধাওয়া করেন তাঁরাও। তাতেই পালাতে গিয়ে জখম হন এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় ওই এলাকা। আহত যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। সেই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’বার অর্জুন সিংকে তলব করে বারাকপুর পুলিশ। তবে তিনি হাজিরা দেননি। ভাটপাড়ার (Bhatpara) মজদুর ভবনে গিয়ে অর্জুনকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশকর্তারা। জিজ্ঞাসাবাদের পরই ব্যক্তিগত কাজে অর্জুন সিং ভিনরাজ্যে চলে যান। সেই গুলি চালানো মামলায় বিপাকে প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং।

–

–

–

–

–

–


