Saturday, December 20, 2025

ডবল ইঞ্জিন রাজ্যে গুণ্ডারাজ! ত্রিপুরায় বিসর্জনের শোভাযাত্রায় ওসিকে রাস্তায় ফেলে বেধড়ক মার

Date:

Share post:

প্রশাসন গুরুত্বহীন, চলছে গুণ্ডারাজ! বিজেপি শাসিত ত্রিপুরায় (BJP state Tripura) বিসর্জনের শোভাযাত্রায় সাউন্ড বক্স বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে ওসিকে বেধড়ক মারধর করার অভিযোগ পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে। বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় রাস্তায় ফেলে ওসিকে কিল, চড়, লাথি, ঘুষি মারা হয়েছে। সূত্রের খবর এদিন বিসর্জনের সময় পুজো উদ্যোক্তারা কথা না শোনায় ওসি (OC) সাউন্ড বক্স বন্ধ করে দেন। এরপরেই ওসিকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর শুরু করে পুজো উদ্যোক্তারা। অবশেষে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী যায়। কিন্তু সেখানেও প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাঁদের সঙ্গেও বচসা শুরু হয় ক্লাব সদস্যদের। গাড়ি ও সাউন্ড বক্স যদিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

জানা গিয়েছে, উদ্যোক্তাদের অভিযোগ, শোভাযাত্রায় উপস্থিত থাকা সঙ্গীত শিল্পীকে নিগ্রহ করেছেন ওসি। পুলিশ সূত্রে খবর, প্রথমে সাউন্ড বক্স বন্ধ করতে বলেছিলেন ওসি। পুজো উদ্যোক্তারা পাত্তা দেয়নি। বিসর্জনের শোভাযাত্রায় সাউন্ড বক্স চলতে থাকলে ওসি নিজেই সাউন্ড বক্স বন্ধ করে দেন। এরপরই ওসিকে রাস্তায় নামিয়ে বেধড়ক মারধর করার ছবিও ভাইরাল হয়। উদ্যোক্তারা অভিযোগ জানায় ওই ওসি তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন ও এক সঙ্গীত শিল্পীকে হেনস্থা করেছেন। কালী প্রতিমা বিসর্জনের জন্য এই শোভাযাত্রাতে একটি গাড়িতে মঞ্চের মতো একটা স্টেজ তৈরি হয়েছিল। গানবাজনা হচ্ছিল। বিশাল এই শোভাযাত্রার ফলে যানজট তৈরি হয়। পুলিশের তরফে ওই ওসি ক্লাব কর্মকর্তাদের কাছে বিষয়টি নিয়ন্ত্রণের আবেদন জানান। কম আওয়াজে সাউন্ড বক্স বাজানোর অনুরোধ করেন। তবে তারা কারোর কথায় কর্ণপাত করেননি। ফলে ওসি নিজে গাড়িতে উঠে সাউন্ড বক্স বন্ধ করে দেন। এরপরই উত্তপ্ত হয়ে যায় পরিস্থিতি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল বাহিনী। তবে এহেন বিশৃঙ্খলার পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে।

ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই শোরগোল পড়েছে দেশজুড়েই। একজন কর্তব্যরত পুলিশ আধিকারিকের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে বিজেপি রাজ্যে, সেই ছবি দেখে অনেকেই শিউরে উঠেছেন। আশ্চর্যের বিষয় হল ভিডিয়োতে সবটা দেখা গেলেও এই ঘটনায় কাউকে এখনও গ্রেফতার করা হয়নি। পুলিশের গায়ে হাত তোলার পরেও কেন গ্রেফতারি হয় নি এই নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন রাজনৈতিক মহলে।

 

spot_img

Related articles

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...