সীমান্তে সেনা-জঙ্গি মোতায়েন করেছে পাকিস্তান, প্রস্তুত দিল্লিও

ভারত-পাক সীমান্তে নিয়ন্ত্রণরেখা বরাবর 100-র বেশি ব্যাট বাহিনী মোতায়েন করেছে পাকিস্তান। গোয়েন্দাসূত্রে এই খবর পেয়েছে ভারতীয় সেনা। এরপর সেনার এক শীর্ষ আধিকারিক বলেন, পাকিস্তানের তরফ থেকে কোনও হামলা হলে তার যোগ্য জবাব দেওয়া হবে। সেনা যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার জন্য তৈরি আছে।

আরও পড়ুন- নিজেদের আকাশপথ ভারতের জন্যে সম্পূর্ণ বন্ধ করল পাকিস্তান 

প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানের সেনা ও জঙ্গির সম্মিলিত বর্ডার অ্যাকশন টিম (ব্যাট) কেরান ও মছ্ছল সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু, সেনা সতর্ক থাকায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

গোয়েন্দা সূত্রে খবর, এবার ফের পাক সেনা সেইরকমই কিছু পরিকল্পনা নিচ্ছে। জঙ্গি সংগঠনের সদস্যদের সাহায্য করতে প্রস্তুত রয়েছে তারা। তাই নিয়ন্ত্রণরেখা বরাবর কড়া সতর্কতা জারি করেছে ভারতীয় সেনা।

আরও পড়ুন-জেটলির শেষকৃত্যে 11 জন নেতা-মন্ত্রীর মোবাইল চুরি! তারপর?

Previous articleআমাজন অগ্নিকাণ্ড: জি-7 গোষ্ঠীর অর্থ সাহায্য নিতে অস্বীকার ব্রাজিলের
Next articleহাওড়া জুড়ে পুলিশি অভিযান: ধৃত একাধিক দুষ্কৃতী, উদ্ধার প্রচুর অস্ত্র