Saturday, November 15, 2025

রাজ্যের মধ্যস্থতায় সোমবার থেকে ঘোষিত আলু ব্যবসায়ীদের ধর্মঘট আপাতত প্রত্যাহার

Date:

Share post:

সোমবার থেকে আলু ব্যবসায়ীদের নির্দিষ্ট ধর্মঘট আপাতত হচ্ছে না। আসন্ন দুর্গাপুজোর মাসখানেক আগে থেকে খোলাবাজারে আলুর দাম বৃদ্ধির প্রচেষ্টা থেকে আপাতত রেহাই পাচ্ছে জনসাধারণ। তবে তা কতদিনের জন্য সে ব্যাপারে এখনই সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। দিন কয়েক আগে আলু রাখার জন্য ব্যবহৃত হিমঘরগুলির মালিকরা বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, 2রা সেপ্টেম্বর থেকে কুইন্টাল প্রতি ন’টাকা করে বেশি ভাড়া নেওয়া হবে। অন্যান্য বছরের মত এর ফলে পুজোর মরসুমের আগেই খোলাবাজারে আলুর দাম বৃদ্ধির সম্ভাবনা দেখা দেয়। হিমঘর মালিকদের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের বিরোধিতা করেন আলু ব্যবসায়ীরা। তারা হুঁশিয়ারি দেন, সোমবার থেকে হিমঘরে আলু রাখবেন না বরং উপায়ান্তর না থাকায় ধর্মঘটের পথে যাবেন। তবুও হিমঘর মালিকরা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বহাল রাখেন । অচলাবস্থা সৃষ্টির আশঙ্কা দেখা দেয়। হিমঘর মালিক ও ব্যবসায়ীদের টানাপোড়েনের ফলে জনমানসে বিরূপ প্রভাব পড়তে পারে আশঙ্কা করে সমস্যার সমাধানে রাজ্য সরকার এগিয়ে আসে। জট ছাড়াতে আলু ব্যবসায়ীদের সংগঠনের প্রতিনিধিদের নবান্নে ডেকে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন মুখ্য কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। তারপর নির্দেশিকা জারি করে রাজ্য সরকার।

রাজ্য সরকারের তরফে হিমঘর মালিকদের জানানো হয়, আপাতত বর্ধিত ভাড়া না নিতে। এ নিয়ে হিমঘর মালিকরা নিজেদের মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত নেন, আপাতত তাঁরা বেশি ভাড়া নেবেন না। হিমঘর মালিকদের তরফে এই আশ্বাস পাওয়ার পর আলু ব্যবসায়ীরা ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন।
তবে সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকার, হিমঘরের মালিক ও আলু ব্যবসায়ীদের দ্বিপাক্ষিক বৈঠকের দাবিও উঠছে।

spot_img

Related articles

এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ: জানালেন মেয়র, নিয়ম মেনে ব্যবসার বার্তা সুজিতের

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Barobazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire)...

ক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

নির্বাচনী এসআইআর প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য কমিশনের তরফে প্রতিনিধি বুথ লেভেল অফিসাররা...

গিলের চোট নিয়ে উদ্বেগ, বেশি রানের লিড নিতে ব্যর্থ ভারত

আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ভারতীয় শিবিরের চোটের উদ্বেগ। শনিবার দিনের শুরুতেই ঘাড়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়লেন...

এসআইআর আতঙ্ক: ফর্ম ফিলাপের আতঙ্কে ব্রেন স্ট্রোক আক্রান্ত প্রৌঢ়

এসআইআর আরও এক কতটা জটিল একজন সাধারণ গ্রামের মানুষের কাছে তার আরও এক প্রমাণ মিলল। কখনও নামের বানান,...