শনিবার বৈঠকের পরই চূড়ান্ত হবে টালা ব্রিজের বিকল্প রুট

রবিবার থেকেই টালা ব্রিজে বাস চলাচল নিষিদ্ধ করল প্রশাসন। বন্ধ ভারী গাড়ি চলাচলও। শুধু, ছোট গাড়ি এবং ছোট পণ্যবাহী গাড়ি চলতে পারবে। ৩ টনের বেশি ওজনের গাড়ি চলাচল করবে না। মাল বোঝাই গাড়ি যাবে না। সেখান দিয়ে ৬০০ বাস চলে। শনিবার, পরিবহন, পূর্ত দফতর এবং রাইটস-এর বিশেষজ্ঞদের নিয়ে নবান্ন বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে পণ্যবাহী ভারী গাড়ি এবং বাস চলাচল বন্ধের যে সুপারিশ বিশেষজ্ঞরা করেছিলেন তাতে সিলমোহর দেওয়া হয়। বৈঠক শেষে একথা জানান কলকাতার মেয়র তথা নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

ব্রিজের জট কাটাতে তৎপর প্রশাসন। দফায় দফায় বৈঠকে চলছে বিকল্প রুটের চিন্তাভাবনা। এখনও বিকল্প রুটের কথা জানানো হয়নি। আজ অর্থাৎ শনিবার ফের নবান্নে বৈঠক করবেন সংশ্লিষ্ট সমস্ত দফতর। এরপরই চূড়ান্ত করা হবে বিকল্প রুট।

আরও পড়ুন-গঙ্গার ঘাটে সাধারণ মানুষের সঙ্গে তর্পণ সারলেন লকেট

Previous articleপুজোর সাহিত্যের সেকাল একাল
Next articleগঙ্গারামপুরে তৃণমূল নেতা খুন, গ্রেফতার বিজেপি কর্মী