নারদকাণ্ড নিয়ে মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নারদকাণ্ডে মুকুল রায় নির্দোষ তা তাঁকেই প্রমাণ করতে হবে। এদিন নারদকাণ্ডে মুকুল রায় সিবিআই-এর জেরা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে দিলীপ ঘোষ বলেন, “মুকুল রায়ের পাশে আছি। তবে এটা যেহেতু ব্যক্তিগত বিষয়। তাঁকেই প্রমাণ করতে হবে তিনি নির্দোষ। তিনি তা করছেন।”

এদিকে দিলীপ ঘোষের এই মন্তব্য জানার পর তাঁর সঙ্গে সহমত-ই পোষণ করেছেন মুকুল। মুকুল বলেন, “দিলীপ ঘোষ যা বলেছেন তা ঠিক। আমি নির্দোষ, আমাকেই প্রমাণ করতে হবে।”
