জিয়াগঞ্জ : দিলীপের তির, পাল্টা পার্থ বললেন সবটাই নাটক

জিয়াগঞ্জ হত্যাকাণ্ড নিয়ে রাজ্য সরকারকে সরাসরি দোষারোপ করে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, এরা মৃতদেহ নিয়ে রাজনীতি করে। এই সরকারকে না সরানো অবধি আমরাও রাজনীতি করব। কারন, যারা ঘটনার চার দিন পর অপরাধীদের ধরতে পারে না, তাদের ক্ষমতায় থাকা উচিত নয়। পাল্টা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, কোনও কিছুর খবরই রাখে না ওরা। দু’জন আটক হল, জানে না। সিট তদন্ত করছে, সেটাও জানে না। ওরা বলছে আরএসএস কর্মী ছিলেন বন্ধুপ্রকাশ পাল। আর জিয়াগঞ্জে ওদের নেতা বলছে আরএসএস করতেন না বন্ধুপ্রকাশ। আগে ওরা ঠিক করুক নিজেদের অবস্থান। ওরা বলেছিল পুজোর মধ্যে রাস্তায় নামবে না, সেটাও করছে। কী বলব, সবটাই নাটক। সবটাই রাজনীতি। মানুষ সব দেখছেন।

আরও পড়ুন – জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত না হলে নবান্ন অভিযানের হুমকি দিলীপের

Previous articleজিয়াগঞ্জ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত না হলে নবান্ন অভিযানের হুমকি দিলীপের
Next articleপুলিশ হেফাজতে অনুব্রতর ভাই