“আমার অনুভুতির জগৎ”, তামিলনাড়ুর সৈকতে হাঁটার পর কবিতা লিখলেন মোদি

এবার নরেন্দ্র মোদিও ‘কবি’।

রাজনীতিতে সফল হওয়ার পর অনেক নেতানেত্রীই কবিতা লিখেছেন, কবিতার বই প্রকাশ করেছেন, কবি হয়েছেন। পাঠকসংখ্যা সেভাবে জানা না গেলেও, সে সব কবিতার বইয়ের কাটতি বিপুল। পরের পর সংস্করণও হয়েছে। এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রবিবার সোশ্যাল মিডিয়ায় নিজের লেখা একটি কবিতা শেয়ার করেছেন। সমুদ্রসৈকতে তাঁর হাঁটা এবং ফ্রি-হ্যাণ্ড করার ছবিও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী।
চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদি
মামাল্লাপুরম গিয়েছিলেন। সফরের দ্বিতীয়দিন সকালে মামাল্লাপুরম সমুদ্রসৈকতে হেঁটেছেন মোদি আর তারপরই সমুদ্রের সঙ্গে তাঁর ‘আলাপচারিতা’ নিয়ে কবিতাও লিখে ফেলেন। রবিবার সোশ্যাল মিডিয়ায় সেই কবিতাটি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। “আমার অনুভুতির জগৎ-এর সঙ্গে কথোকথন”, কবিতার নাম দিয়েছেন তিনি। হিন্দিতে লেখা ওই কবিতায় সূর্যের সঙ্গে সমুদ্রের সম্পর্ক, ঢেউ- এর সঙ্গে সমুদ্রের সম্পর্ক এবং তাঁর বেদনার সম্পর্ক তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।

 

 

Previous articleবাঙালির লক্ষ্মীপূজো
Next articleবন্ধুদের তৎপরতায় প্রাণ ফিরে পেল যুবক